Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Flood

বাঁকুড়ায় চোখের নিমেষে তলিয়ে গেল দোতলা বাড়ি! দেখুন ভিডিয়ো

বিপদ বুঝে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। অনেকে আবার সেই সুযোগটুকুও পাননি। এরই মধ্যে প্রবল জলের তোড়ে জুনবেদিয়ায় ভেঙে পড়ে আস্ত একটা দোতলা বাড়ি। কী ভাবে চোখের নিমেষে গোটা বাড়ি ধসে পড়ল সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাড়িটি ভেঙে পড়ার আগের মুহূর্ত।

বাড়িটি ভেঙে পড়ার আগের মুহূর্ত।

নিজস্ব সংবাদদাতা
কনকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ১৬:২১
Share: Save:

এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল রবিবার রাত থেকেই। হু হু করে জল বাড়ছিল গন্ধেশ্বরী নদীর। সকাল হতেই নদী উপচে জনবসতির মধ্যে জল ঢুকে পড়ে। প্লাবিত হয় বাঁকুড়ার ২ নম্বর ব্লকের জুনবেদিয়া-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

বিপদ বুঝে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। অনেকে আবার সেই সুযোগটুকুও পাননি। এরই মধ্যে প্রবল জলের তোড়ে জুনবেদিয়ায় ভেঙে পড়ে আস্ত একটা দোতলা বাড়ি। কী ভাবে চোখের নিমেষে গোটা বাড়ি ধসে পড়ল সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োতে দেখা যায় প্রায় এক তলা বাড়ির সমান জল বইছে প্রবল বেগে। ঘটনার সময় জুনবেদিয়ার ওই দোতলা বাড়িতে ছিলেন উমা চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে। তাঁরা দোতলার একটি ঘরে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাত্ই দেখা যায় বাড়িটি হেলে পড়ছে। তাঁরা চিত্কার করে বাড়ির ভিতরে থাকা মা-মেয়েকে সাবধান করেন। বেরিয়ে আসার জন্য বলেন। কিন্তু তার আগেই গোটা বাড়িটি জলে তোড়ে ভেঙে পড়ে। মা-মেয়ে ভেসে যাচ্ছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দারাই ঝাঁপিয়ে পড়ে দু’জনকে বাঁচান।

আরও পড়ুন: কুপার্সে বাঁচার লড়াইয়ে মনে পড়ছে অসমকে

আরও পড়ুন: এক রাতেই হাবুডুবু

দেখুন বাড়ি ভেঙে পড়ার ভয়ানক সেই ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Disaster building collapse bankura junbedia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE