Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পার্থের কথায় ক্ষুব্ধ উপাচার্য অব্যাহতি চান

যেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, সেখানে তিনি থাকতে চান না। তাই রাজ্যপালের কাছে যত তাড়াতাড়ি সম্ভব অব্যাহতির আর্জি জানাবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু।

রতনলাল হাংলু

রতনলাল হাংলু

বিতান ভট্টাচার্য
কল্যাণী শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৪১
Share: Save:

যেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, সেখানে তিনি থাকতে চান না। তাই রাজ্যপালের কাছে যত তাড়াতাড়ি সম্ভব অব্যাহতির আর্জি জানাবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। গত বৃহস্পতিবারই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাজ্যপালের কাছে। সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি। আজ, মঙ্গলবার, তিনি দেখা করবেন রাজ্যপালের সঙ্গে।

রবিবার মন্ত্রী সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘ছাত্রদের ফি না কমালে হাংলু হোক আর যে-ই হোক, তাঁকে রাখব না।’’ ক্ষুব্ধ উপাচার্য সোমবার বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের দুনিয়াতে আমি এক মুহূর্ত থাকতে চাই না।’’ উপাচার্য জানান, সোমবারেই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু রাজ্যপাল সময় দিতে পারেননি।

এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা চাই না উপাচার্য তাঁর সময়কাল শেষ হওয়ার আগেই চলে যান। তবে যদি এর থেকে ভাল সুযোগ কিছু পান, এবং ব্যক্তিগত চাহিদা থেকে চলে যেতে চান, তাহলে বলার কিছু নেই। শিক্ষামন্ত্রী হিসাবে আমি চাই উনি থাকুন।’’

তবে ফি নির্ধারণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ, সংবাদমাধ্যমে তাঁর অপমানজনক মন্তব্য, এ সবের জেরে তিনি যে ক্ষুব্ধ, সোমবার তা গোপন করেননি উপাচার্য। বর্ধিত ফি প্রত্যাহারের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ুয়ার ঘেরাও-বিক্ষোভ, এবং বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের পরিবেশ নষ্ট করার জন্যও তিনি কার্যত দলীয় রাজনীতিকেই দায়ী করেন। তিনি বলেন, ‘‘বহিরাগত কিছু লোকের সঙ্গে জুড়ে আছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, অশিক্ষক কর্মী। ক্ষমতার লোভে তাঁরা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এটা দিনের পর দিন মেনে নেওয়া অসম্ভব।’’ তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, গত বুধবারের ওই বিক্ষোভে তৃণমূলের কল্যাণী শহর সভাপতি অরূপ মুখোপাধ্যায় ওরফে টিঙ্কুর ইন্ধন ছিল। ঘেরাওয়ে উপস্থিত ছিল বেশ কিছু বহিরাগত ব্যক্তিরাও। উপাচার্যের অভিযোগ, বুধবার ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ দেখালে তিনি ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে কোনও চারজনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। বহিরাগতদের উস্কানিতেই ছাত্ররা তাতে রাজি না হয়ে তাঁকে রাতভর ঘেরাও করে রাখে।

ফি কমানোর প্রশ্নে অবশ্য উপাচার্য আগেই ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। এ দিন বিশ্ববিদ্যালয়ে নোটিস দিয়ে জানানো হয়েছে, পুরনো হারেই ফি দেবেন ছাত্ররা, বর্ধিত ফি যাঁরা দিয়েছেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। তবে এ দিনও ‘আন্দোলন’ জারি রেখেছিল ছাত্রদের একাংশ। তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকে, লিফলেট বিলি করে। বেলা ১২টা নাগাদ একটি মিছিলও বের হয়। তা গিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। সেখানেই ফি কমানোর কথা ঘোষণা করে ছাত্রদের ক্লাসে যোগ দিতে আবেদন করেন আধিকারিকরা। পড়ুয়াদের অনেকেই অবশ্য বলেন, তাঁরা উপাচার্যের পদত্যাগ চাননি।

ফি বাড়ানোর প্রশ্নে কেন বিদায় নিতে হচ্ছে উপাচার্যকে? দীর্ঘ ১২ বছর পর ২০১৪-১৬ শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের সুপারিশ কমিটি। বিজ্ঞান বিভাগের জন্য ২১ হাজার ১০০ টাকা এবং কলা ও বা‌ণিজ্য বিভাগের জন্য ১৪ হাজার ৭০০ টাকা ফি ধার্য করা হয়। যা ছিল আগের ফি-এর চারগুণ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ছাত্রদের একাংশ এর প্রতিবাদ শুরু করতেই সক্রিয় হয়ে ওঠে শাসকদলের একাংশ। তাঁরা ছাত্রদের উস্কানি দিতে থাকে বলে অভিযোগ। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীও প্রকাশ্যে ফি কমানোর পক্ষে সওয়াল করেন।

কিন্তু এটা কি বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ নয়? রাজ্য উচ্চশিক্ষা দফতর (হায়ার এডুকেশন কাউন্সিল) বিশ্ববিদ্যালয়গুলির ফি বেঁধে দেয়। কাউন্সিলসূত্রে খবর, এই ফি কাঠামো কিন্তু সুপারিশমাত্র। তা আবশ্যক নয়। প্রচলিত রীতি অনুসারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কাউন্সিলের সঙ্গে আলোচনা করে তাঁদের ফি নির্ধারণ করেন, যাতে সামঞ্জস্য থাকে। তবে ২০১৩ সালের পর থেকে এ বিষয়ে কোনও বৈঠক হয়নি বলেই খবর। কল্যাণী বিশ্ববিদ্যালয় যে ভাবে এক ধাক্কায় অন্যদের চাইতে অনেকটা ফি বাড়িয়েছে, তার নজির খুব বেশি নেই। কিন্তু তা রীতিবিরোধী হলেও, ‘বিধিভঙ্গ’ বলা চলে না, বলছে কাউন্সিলসূত্র। তবে একান্ত আলোচনাতেও যার মীমাংসা করা যেত, তা নিয়ে কেন প্রকাশ্যে অসম্মানিত হতে হল উপাচার্যকে, সে প্রশ্ন রয়েই যাচ্ছে। ‘‘আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। অনেক কাজে হাত দিয়েছিলাম। মনটা ভেঙে গিয়েছে,’’ বলছেন হাংলু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

VC Kalyani University Nadia Partha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE