Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মমতা-মান্নান তীব্র তর্কে উত্তাল বিধানসভা, সুজনকে তেড়ে গেলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী দলনেতার মধ্যে তীব্র বাদানুবাদে উত্তাল হয়ে উঠল বিধানসভা। আবদুল মান্নানের দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক। সুজন চক্রবর্তীর দিকে তেড়ে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ২১:৪৯
Share: Save:

মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী দলনেতার মধ্যে তীব্র বাদানুবাদে উত্তাল হয়ে উঠল বিধানসভা। আবদুল মান্নানের দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক। সুজন চক্রবর্তীর দিকে তেড়ে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে মান্নান বললেন, ‘‘প্রকাশ্যে জোট করেছি, জোট থাকবে।’’ পাল্টা আক্রমণে মমতার বললেন, ‘‘কংগ্রেসের সাইনবোর্ডটা খুলে সিপিএমের অফিসে জমা রেখে আসুন।’’

রাজ্যপালের ভাষণের উপর জবাবি বক্তৃতা চলাকালীন বৃহস্পতিবার বিধানসভায় এই উত্তেজনা তৈরি হয়। কংগ্রেস-সিপিএমের জোটকে নীতিহীন, আদর্শহীন বলে প্রথমে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিরোধী দলনেতা আবদুল মান্নান বলতে ওঠেন। মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাবে তিনি বলেন, ‘‘বামেদের সঙ্গে আমরা প্রকাশ্যে জোট করেছি। জোট থাকবে।’’ তৃণমূলকে পাল্টা কটাক্ষ ছুড়ে মান্নান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরই আসলে কোনও নীতি-আদর্শ নেই, কারণ কখনও তিনি কংগ্রেসের সঙ্গে জোট করেন, কখনও বিজেপির সঙ্গে। এতেই থামেননি বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর আঁকা ছবির দাম নিয়েও তিনি কটাক্ষ করেন। তাতেই নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তুমুল হইহট্টগোল, বাদানুবাদ শুরু হয়ে যায়। এক তৃণমূল বিধায়ক আবদুল মান্নানের দিকে তেড়ে যান। অরূপ বিশ্বাস সেই বিধায়ককে অবশ্য থামিয়ে দেন। তবে গোলমাল থামেনি। সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কিছু বলতে ওঠায় তাঁর দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। এর পর স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আবার বলতে ওঠেন মমতা। তিনি আবদুল মান্নানের কথার জবাব দিয়ে জানান, বিজেপির সঙ্গে তিনি কখনও জোট করেননি। অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে যে এনডিএ গঠিত হয়েছিল, তিনি সেই এনডিএ-র সঙ্গে জোট করেছিলেন। আর কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গে মমতা বলেন, ওই জোট মোটেই নীতিহীন নয়। কারণ তিনি নিজেও এক সময় কংগ্রেসেই ছিলেন। কংগ্রেস থেকে বেরিয়েই তৃণমূল তৈরি করেছেন। কংগ্রেস তৃণমূলের ‘স্বাভাবিক সঙ্গী’ বলেও মন্তব্য করেন মমতা। তার পর ফের কংগ্রেস-সিপিএমের জোটকে নীতিহীন বলে আক্রমণ করে মমতা মান্নানের উদ্দেশে বলেন, ‘‘কংগ্রেসের সাইনবোর্ডটা সিপিএমের অফিসে জমা রেখে আসুন।’’

আরও পড়ুন: কটাক্ষ শাসকের, সিপিএম তবু জোটেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE