পঞ্চম দফার লকডাউন শুধু যে কন্টেনমেন্ট জ়োনেই চলবে, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই তা স্পষ্ট করে দিয়েছে। বাকি সব এলাকায় গতিবিধি স্বাভাবিক হবে। এই ব্যবস্থা কত দিন বলবৎ থাকবে, আজ, সোমবার আলোচনা করে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন প্রশাসনিক কর্তারা। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত কন্টেনমেন্ট এলাকাগুলিতে লকডাউন চলার কথা। তবে রাজ্য সরকারের নির্দেশিকায় ১৫ জুন পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।
বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন বঙ্গে পৌঁছতে শুরু করেছে। রাজ্য প্রশাসন বারে বারেই জানিয়েছে, পরিকল্পনাবিহীন ভাবে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে উঠছে। তার উপরে কয়েক দিন ধরে রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই অবস্থায় অর্থনীতির চাকা গড়ানোর লক্ষ্যে করোনা-সমস্যাহীন অঞ্চলে লকডাউন নিয়ন্ত্রণ শিথিল করে গতিবিধি স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই। পদ্ধতি বদলে এই দফায় শুধু কন্টেনমেন্ট এলাকাতেই লকডাউন চলার কথা।
প্রশাসনিক ব্যাখ্যা, সাধারণ ভাবে কোনও একটি রাস্তা ধরেই কন্টেনমেন্ট এলাকা চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট এলাকার মূল দু’টি প্রবেশপথ সিল করে দেয় প্রশাসন। কিন্তু আশপাশের এলাকা থেকে গলিপথে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছনোর সুযোগ থাকলে ওই পুরো চৌহদ্দি ‘বাফার জ়োন’ হিসেবে চিহ্নিত হয়। তার বাইরের অংশ ‘সি’ শ্রেণিভুক্ত এলাকা। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বাফার জ়োন বা ‘বি’ শ্রেণিভুক্ত এলাকাতেও গতিবিধি সচল হবে।