Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নিজেরাই মামলা ঠুকে দিল হাইকোর্ট

বীরভূমের পাড়ুই থানার বাঁধনবগ্রামে সাগর ঘোষ খুনের ঘটনায় পুলিশি তদন্তে আস্থা হারিয়ে গত সেপ্টেম্বরে সিবিআই ডেকেছিল কলকাতা হাইকোর্ট। প্রায় সাড়ে তিন মাস পরে সেই পাড়ুইয়েরই সাত্তোর গ্রামে পুলিশের উপস্থিতিতে গৃহবধূ নিপীড়নের ঘটনায় হাইকোর্ট সোমবার স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা গ্রহণ করল। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে বলে জানান আইনজীবীদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৫ ০৩:০২
Share: Save:

বীরভূমের পাড়ুই থানার বাঁধনবগ্রামে সাগর ঘোষ খুনের ঘটনায় পুলিশি তদন্তে আস্থা হারিয়ে গত সেপ্টেম্বরে সিবিআই ডেকেছিল কলকাতা হাইকোর্ট।

প্রায় সাড়ে তিন মাস পরে সেই পাড়ুইয়েরই সাত্তোর গ্রামে পুলিশের উপস্থিতিতে গৃহবধূ নিপীড়নের ঘটনায় হাইকোর্ট সোমবার স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা গ্রহণ করল। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে বলে জানান আইনজীবীদের একাংশ।

সাত্তোর গ্রামের গৃহবধূর উপরে অত্যাচারের ঘটনাটি নিয়ে এ দিন সকালেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কী ভাবে ওই গৃহবধূর উপরে অত্যাচার করা হয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি দেখিয়ে বিকাশবাবু তার বিবরণ দেন। তাঁর মন্তব্য, কোনও সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটে না। এ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে, এই ঘটনা তারই নিদর্শন। ওই আইনজীবী তাঁর আবেদনে জানান, হাইকোর্টের উচিত, অবিলম্বে স্বতঃপ্রণোদিত হয়ে ওই ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করা।

বিকাশবাবুর দাবি, প্রধান বিচারপতি তাঁকে জানান, তিনি বিষয়টি জানেন। এই বধূ-পীড়ন যে শাস্তিযোগ্য অপরাধ, আদালত তা মেনে নিচ্ছে বলে ডিভিশন বেঞ্চ ওই আইনজীবীকে জানিয়ে দিয়েছে।

আইনজীবীদের একাংশ জানান, সাম্প্রতিক কালে নন্দীগ্রাম কাণ্ড এবং মালদহের মানিকচকে সালিশি সভায় আদিবাসী মহিলার উপরে নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল হাইকোর্ট। তার পরে পুলিশের উপস্থিতিতে সাত্তোরের গৃহবধূর উপরে নির্যাতনের অভিযোগ খোদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের চোখে বিষয়টিকে আলাদা মাত্রা দিয়েছে বলে মনে করছেন হাইকোর্টের এক শ্রেণির আইনজীবী।

আইনজীবীদের অন্য একটি অংশ জানান, এর আগে কয়েকটি ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অথবা অন্য ধরনের অভিযোগ তুলে জনস্বার্থে মামলা রুজু করার চেষ্টা করেছিলেন হাইকোর্টের কয়েক জন কৌঁসুলি। তাঁরা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের নথিপত্র পেশ করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর তা মানতে চাননি। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পাড়ুইয়ের সাত্তোর গ্রামের গৃহবধূর উপরে অত্যাচারের বিষয়টিকে আর-পাঁচটা ঘটনার সঙ্গে মেলাতে চাইছে না বলেই মনে করছেন আইনজীবীরা।

আইনজীবী শিবির সূত্রের খবর, ওই গৃহবধূর উপরে অত্যাচারের যে-বিবরণ ও ছবি সংবাদপত্রে বেরিয়েছে, প্রধান বিচারপতির কার্যালয় থেকে এ দিনই তার ‘কাটিং’ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের দফতর থেকে বীরভূম ও বর্ধমানের জেলা জজদের কাছে ওই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হতে পারে বলে আইনজীবীদের ধারণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE