Advertisement
১৯ এপ্রিল ২০২৪

২১ জুলাই তৃণমূলের সমাবেশ ধর্মতলায়

বর্ষা বলে ব্রিগেডে নয়। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ এ বার ধর্মতলাতেই হবে। কংগ্রেস অবশ্য ২১ জুলাইয়ের সমাবেশ করবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। একুশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের ‘মহাকরণ অভিযানে’র সময়ে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। তার পরের বছর থেকেই শহিদ দিবস হিসেবে ২১ জুলাই ধর্মতলাতেই সমাবেশের আয়োজন করেন মমতা। গত বছর পঞ্চায়েত ভোটের কারণে ২১ জুলাই কোনও সমাবেশ হয়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৪ ০৪:০৬
Share: Save:

বর্ষা বলে ব্রিগেডে নয়। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ এ বার ধর্মতলাতেই হবে। কংগ্রেস অবশ্য ২১ জুলাইয়ের সমাবেশ করবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

একুশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের ‘মহাকরণ অভিযানে’র সময়ে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। তার পরের বছর থেকেই শহিদ দিবস হিসেবে ২১ জুলাই ধর্মতলাতেই সমাবেশের আয়োজন করেন মমতা। গত বছর পঞ্চায়েত ভোটের কারণে ২১ জুলাই কোনও সমাবেশ হয়নি। এ বার আবার ২১ জুলাই পালিত হচ্ছে নির্ধারিত দিনে ধর্মতলাতেই। সমাবেশের প্রস্তুতি নিয়ে শুক্রবার তাঁরা জরুরি বৈঠক করবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।

তৃণমূল যখন ধর্মতলায় সমাবেশ করবে, তখন যুব কংগ্রেস ২১ জুলাই শহিদ দিবস পালন করবে উত্তরবঙ্গের রায়গঞ্জে। যুব কংগ্রেস সভাপতি সৌমিক হোসেন জানান, “দক্ষিণবঙ্গে তৃণমূল ২১ জুলাই পালন করছে, সে জন্যই আমরা উত্তরবঙ্গে পালন করতে চাইছি।” যুব কংগ্রেসের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। কারণ, লোকসভা ভোটে অল্পের জন্য দলের শক্ত ঘাঁটি রায়গঞ্জ কেন্দ্রটি হাতছাড়া হয়েছে কংগ্রেসের। রায়গঞ্জেই এইম্সের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে রাজ্যে আন্দোলন শুরু করেছিল কংগ্রেস। পাশাপাশি এ বার লোকসভা ভোটে রাজ্যে যে চারটি আসন কংগ্রেস নিজের দখলে রেখেছে, তার দু’টি উত্তরবঙ্গের মালদহে, বাকি দু’টি লাগায়ো মুর্শিদাবাদে। তাই রায়গঞ্জে ২১ জুলাইয়ের সমাবেশ থেকেই সংগঠনের শক্তি পুনরুদ্ধারে নামছে কংগ্রেস। রায়গঞ্জে কেন্দ্রীয় সমাবেশ হলেও দক্ষিণবঙ্গেও নানা জেলায় কংগ্রেস ওই দিন কর্মসূচি পালন করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shahid dibas tmc congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE