Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অফিসের ব্যাগে যে ১২টা জিনিস থাকতেই হবে

সারাদিন অফিস, সন্ধেবেলা পার্টি হোক বা দিনভর পিকনিক। নিজেকে যত গুছিয়ে রাখবেন ততই সচ্ছন্দ থাকবেন সারাদিন। গুছিয়ে রাখা মানে শুধু সুন্দর করে সাজা নয়, ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখতেই হবে। জেনে নিন কী কী এমন ১২টা জিনিস যা অবশ্যই রাখবেন ব্যাগে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৪
Share: Save:

সারাদিন অফিস, সন্ধেবেলা পার্টি হোক বা দিনভর পিকনিক। নিজেকে যত গুছিয়ে রাখবেন ততই সচ্ছন্দ থাকবেন সারাদিন। গুছিয়ে রাখা মানে শুধু সুন্দর করে সাজা নয়, ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখতেই হবে। জেনে নিন কী কী এমন ১২টা জিনিস যা অবশ্যই রাখবেন ব্যাগে।

১। ওয়েট টিস্যু: কলকাতার আবহাওয়ায় গরমে ঘাম, তৈলাক্ত ত্বকের সমস্যা, শীতে শুকনো ভাবে মুখে ক্লান্তির ছাপ পড়ে। কাজল ঘেঁটে গিয়ে অপরিষ্কার ভাব আসে মুখে। তাই ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট টিস্য। মুখ মোছা, প্রয়োজনে হাত মোছার কাজেও লাগতে পারে।

২। মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাঙ্ক: এই সময়ের সবচেয়ে জরুরি জিনিস। প্রয়োজনীয়তা আরা আলাদা করে বলতে হবে না। ভুললে নিজেই বিপদে পড়বেন।

৩। সেফটিপিন: বাসে, ট্রামে যাতায়াত, তাড়াহুড়োয় হঠাত্ সেলাই খুলে যাওয়া, ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেই পারে। তাই ব্যাগে একপাতা সেফটিপিন সব সময় রাখুন। বিপদের সময় অবশ্যই কাজে আসবে।

৪। হ্যান্ড স্যানিটাইজার: সারা দিনের জন্য বেরোলে, অফিস গেলে হাত নোংরা হওয়া স্বাভাবিক। সব সময় সঙ্গে জল থাকে না। সব জায়গায় টয়লেটও পাবেন না। তাই ব্যাগে রেখে দিন হ্যান্ড স্যানিটাইজার। খাওয়ার আগে অবশ্যই হাত স্যানিটাইজ করে নেবেন।

৫। স্যানিটারি ন্যাপকিন: পিরিয়ডের ডেট কাছাকাছি থাকুক বা না থাকুক ব্যাগে স্যানিটারি ন্যাপকিন রাখতেই হবে। বিপদের সময় কারও কাছে চাইতে হবে না। আবার অন্য কেউ বিপদে পড়লেও আপনি সাহায্য করতে পারবেন।

আরও পড়ুন: শুধু ঠোঁটে নয়, লিপস্টিক ব্যবহার করতে পারেন এ ভাবেও

৬। পেন ও প্যাড: যতই স্মার্টফোন, ট্যাব যাই থাকুক না কেন, প্যাড ও পেন সব সময় সঙ্গে রাখবেন। মোবাইলের ব্যাটারি ফুরিয়ে গেলে নোট নেওয়ার জন্য সমস্যায় পড়তে হবে না।

৭। মেক আপ কিট: হঠাত্ পার্টি, ডেট, জরুরি মিটিং এসে পড়তেই পারে। তাই মেক আপ কিট সঙ্গে রাখা একেবারেই ভোলা চলবে না। প্রয়োজনীয় মেক আপ সামগ্রীর সঙ্গেই বডি স্প্রে, ফেস ওয়াশ, চিরুনি, আয়না থাকা কিন্তু মাস্ট।

৮। চিউইং গাম: জরুরি মিটিং বা পার্টির আগে চিউইং গাম রাখুন মুখে। নিশ্বাস ফ্রেশ লাগবে। আত্মবিশ্বাস বাড়বে।

৯। স্ন্যাকস: অফিসের কাজের মাঝে অনেক সময়ই খাওয়ার সময় থাকে না। আবার অ্যাসাইনমেন্টে যেতে হলেও ব্যাগে খাবার রাখা প্রয়োজন। খিদে পেলে চেহারায় ক্নান্ত ভাব আসে। তাই ব্যাগে রাখুন হালকা স্ন্যাকস।

১০। ওষুধ: অ্যাসপিরিন, ব্যান্ড এইড, পেন কিলার, পুদিন হারার মতো কিছু প্রয়োজনীয় কিছু ওষুধ রাখুন ব্যাগে।

১১। জল: অফিসে যতই অ্যাকোয়াগার্ড থাকুক ব্যাগে ছোট বোতলে জল অবশ্যই রাখবে। রাস্তা-ঘাটে প্রয়োজন পড়বেই। বাইরের জল থেকেই সবচেয়ে বেশি শরীর খারাপ হয়।

১২। ছোট ছাতা: প্রকৃতির কাছে সবাই অসহায়। বর্ষা কাল না হলেও যে কোনও সময় বৃষ্টি আসতে পারে, চড়া রোদও থাকে। তাই ছোট ফোল্ডিং ছাতা রেখে দিন ব্যাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Office purse make up kit bag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE