Advertisement
১৬ এপ্রিল ২০২৪

প্রত্যাখ্যানের আশঙ্কায় অবসাদে ভোগেন মোটা মহিলারা, বলছে গবেষণা

ডেটে যেতে চাইছেন, কিন্তু কাউকে প্রস্তাব দেওয়ার আগে মনে মনে প্রত্যাখ্যাত হওয়ার ভয় পাচ্ছেন। এই সমস্যায় মূলত ভোগেন মোটা মহিলারা বা নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগা মহিলারা। আর সেখান থেকেই অবসাদে ভোগেন তাঁরা। জানাচ্ছে নতুন এক গবেষণা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৪:৫০
Share: Save:

ডেটে যেতে চাইছেন, কিন্তু কাউকে প্রস্তাব দেওয়ার আগে মনে মনে প্রত্যাখ্যাত হওয়ার ভয় পাচ্ছেন। এই সমস্যায় মূলত ভোগেন মোটা মহিলারা বা নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগা মহিলারা। আর সেখান থেকেই অবসাদে ভোগেন তাঁরা। জানাচ্ছে নতুন এক গবেষণা।

কী ভাবে প্রত্যাখ্যাত হওয়ার ভয় বনাম বাস্তব প্রত্যাখ্যান প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যে তা নিয়ে গবেষণা চালিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান্টা বারবারার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক অ্যালিসন ব্লডর্ন। তাঁর নেতৃত্বে বিভিন্ন ওজনের ১৮ থেকে ২৯ বছক বয়সী ১৬০ জন পুরুষ ও মহিলার উপর এই গবেষণা চালানো হয়। তাঁদের সকলকে বলা হয়, কেন তাঁরা উপযুক্ত ডেটিং পার্টনার সেই বিষয়ে পাঁচ মিনিট বক্তৃতা দিতে। আর তারপর তা বিচার করতে বলা হয় বিপরীত লিঙ্গের প্রতিযোগীদের। দেখা গিয়েছে বেশি ওজনের মহিলারা মনে করেন তাঁরা ওজনের জন্য প্রত্যাখ্যাত হবেন। যার ফলে তাঁরা হীনমন্যতায়, অবসাদে ভোগেন। অন্যদিকে কম ওজনের মহিলারা নিজেদের ওজনকেই উপযুক্ত ডেটিং পার্টনার পাওয়ার চাবিকাঠি মনে করেন। তবে পুরুষদের ক্ষেত্রে ভাবনার এমন কোনও বৈপরীত্য লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: হনিমুন সিস্টিটিসে ভুগছেন? জেনে নিন কী করবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

stress fat women date
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE