Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Women News

মৃত্যু মুখ থেকে ফিরে আসা জিসেলই আজ রিওর মঞ্চের মূল আকর্ষণ

তখন গলগল করে রক্তে ভেসে যাচ্ছে ১২ বছরের মেয়েটার হাত। আচমকা উড়ে আসা ছুরির আঘাতে ক্ষত বিক্ষত মেয়েটার বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল সবাই। তার পর কেটে গিয়েছে ২৩ বছর। ৩৫ বছরের মেয়েটার হাতের ক্ষত এখন ঢেকেছে স্টার ট্যাটুতে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১২:৫৮
Share: Save:

তখন গলগল করে রক্তে ভেসে যাচ্ছে ১২ বছরের মেয়েটার হাত। আচমকা উড়ে আসা ছুরির আঘাতে ক্ষত বিক্ষত মেয়েটার বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল সবাই। তার পর কেটে গিয়েছে ২৩ বছর। ৩৫ বছরের মেয়েটার হাতের ক্ষত এখন ঢেকেছে স্টার ট্যাটুতে। বিশ্বের সবচেয়ে দামি সুপার মডেলই আজ রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ। নাম জিসেল বুনচেন। এর মধ্যেই নিজের বিস্ফোরক মন্তব্যে আলোচনার কেন্দ্রে জিসেল।

দক্ষিণ ব্রাজিলের হরিজনশিয়ায় বন্ধুদের সঙ্গে বসে কমলা লেবু খাচ্ছিল ১২ বছরের জিসেল। হঠাত্ই কেউ তাকে লক্ষ্য করে ছুড়ে মারে ছুরি। নিজেকে রক্তে ভেসে যেতে দেখে আতঙ্কে চিত্কার শুরু করে জিসেল। হাসাপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে গেলেও আতঙ্কে ভুগছিল বছর বারোর মেয়েটা। এর ঠিক দু’বছর পরই বদলে যেতে শুরু করে জিসেলের জীবন। ১৪ বছর বয়সে নজরে পড়ে যান এক মডেলিং এজেন্সির। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। হাতের ক্ষতও ঢেকে যায় ট্যাটুতে।

অলিম্পিক যখন রিওতে, তখন সাম্বাতো থাকতেই হবে উদ্বোধনে। ১০০ জন মেয়ের সঙ্গে সাম্বা নাচবেন জিসেল। এই নাচের অন্যতম আকর্ষণ নগ্নতা। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না জিসেল। স্বপ্নের অলিম্পিকের মঞ্চে নাচতে উচ্ছ্বসিত জিসেল জানিয়েছেন, অলিম্পিকের মতো ঐতিহ্যশালী মঞ্চে নাচার জন্য নগ্ন হতেও তাঁর কোনও আপত্তি নেই।

তবে এই প্রথম নয়। ফোর্বস ম্যাগাজিনের কভারে এর আগে নগ্ন শুটে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু চারিদিকে মায়াবী আলোর ঝলকানি, লক্ষ লক্ষ দর্শকের উচ্ছ্বাস, তার মাঝে লাইভ মঞ্চে কি সত্যিই পোশাক খুলবেন জিসেল?

আর মাত্র কয়েক ঘণ্টা…

আরও পড়ুন: লাস্য আর বিনোদনে অলিম্পিক্স বোধনে নতুন রং

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympics Gisele Bundchen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE