Advertisement
১৬ এপ্রিল ২০২৪
period

‘পিরিয়ড’ সেলিব্রেট করতে এ বার পার্টি!

পার্টি কে না ভালবাসে? কিন্তু এমন পার্টিতে ঠিক কী কী হয়?

এ ভাবেই চলছে বন্ধুদের নিয়ে পিরিয়ড উদ্‌যাপন। ছবি: শাটারস্টক।

এ ভাবেই চলছে বন্ধুদের নিয়ে পিরিয়ড উদ্‌যাপন। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৫:১৩
Share: Save:

পার্টি কে না ভালবাসে? নাচ-গান, খানাপিনার সঙ্গে দেদার জমাটি আড্ডা! মূলত পশ্চিম দেশীয় সংস্কৃতি হলেও এ দেশেও পার্টি বেশ জনপ্রিয়। তা সে বিয়ে হোক বা অফিসে উন্নতি। কিন্তু পিরিয়ড নিয়ে পার্টি! এ আবার কে কবে শুনেছে?

হ্যাঁ, এটাই শুরু হয়েছে হালে। সন্তানের পিরিয়ডের দিনগুলোয় তাদের আনন্দে রাখতে, অকারণ দুশ্চিন্তা কাটাতে তাদের বন্ধু ও আত্মীয়দের ডেকে পার্টির আয়োজন করছেন ব্রিটিশ মায়েরা। রীতিমতো কার্ড ছাপিয়ে।

জানা গিয়েছে, ইউটেরাসের আকারে কেকের অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের বেকারিগুলো। রঙিন কাগজ বেলুন-সহ হুল্লোড় চলছে দিনভর। এই পার্টিতে পিরিয়ড নিয়ে আলোচনা করতে কখনও সখনও হাজির থাকছেন নিমন্ত্রিত কোনও স্ত্রীরোগ বিশেষজ্ঞও। তাঁদের কাছে নিজেদের সমস্যা, অসুবিধা খুলে বলছেন অতিথিরাও।

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর ন্যাপকিন বিলি স্কুলে

পরিবেশ-বন্ধু ন্যাপকিন পাবে ছাত্রীরা

মূলত, প্রথম পিরিয়ড শুরুর দিনটি উদ্‌যাপন করতেই এই পার্টি শুরু হয়েছিল, তবে ইদানীং প্রতি মাসে পিরিয়ড শুরুর দিনটিকে একটু অন্যরকম করে তুলতেও এমন পার্টির আয়োজন করছেন ব্রিটিশরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hygiene Menstruation Period
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE