Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্যানিটারি ন্যাপকিন প্রতিবাদে পাক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

মেন্সট্রুয়েশন নিয়ে ট্যাবুটা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই কম বেশি ছড়িয়ে আছে। ভারতীয় উপমহাদেশে মাসের ওই কয়েকটা দিন এখনও মহিলাদের অপবিত্র মনে করা হয়। তাঁদের কোনও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। দেওয়া হয় না কোনও ধর্মীয় স্থানে প্রবেশের অনুমতি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ১০:৪৮
Share: Save:

মেন্সট্রুয়েশন নিয়ে ট্যাবুটা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই কম বেশি ছড়িয়ে আছে। ভারতীয় উপমহাদেশে মাসের ওই কয়েকটা দিন এখনও মহিলাদের অপবিত্র মনে করা হয়। তাঁদের কোনও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। দেওয়া হয় না কোনও ধর্মীয় স্থানে প্রবেশের অনুমতি। বহু জায়গায় তাঁদের রান্নাঘরেও প্রবেশের অধিকার থাকে না। গত বছর এই মধ্যযুগীয় প্রথার বিরুদ্ধে অভিনব প্রতিবাদের পথে হেঁটেছিল ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই ট্যাবুর বিরোধিতা করে স্যানিটারি ন্যাপকিনের উপর লিখে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন জায়গায় পোস্টারের কায়দায় আটকে দেন যাদবপুর, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেই নিয়ে বিতর্কও নেহাত কম হয়নি। এ বার মেন্সট্রুয়েশন স্টিগমা ভেঙে ফেলতে সেই পথেই হাঁটলেন পাকিস্তানের লাহৌরের বিকোহাউস ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। স্টেইনড স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে তাঁরা ছড়িয়ে দিলেন নিজেদের প্রতিবাদকে।

আরও পড়ুন-দারিদ্রের দায়ে, শরীরের ক্ষতি করে ডিম্বাণু বেচছেন কলেজ ছাত্রীরা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sanitary napkin menstruation pakistan lahore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE