Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Women News

বৈশাখেই বিয়ে হলে জেনে নিন সহজে ট্যান তোলার ৩ উপায়

বৈশাখ মাসেই বিয়ে? এ দিকে গরম বাড়ছে চড়চড় করে। বিয়ে, হনিমুনের জন্য ছুটি নিয়েছেন টানা তিন সপ্তাহের। তাই এখন ছুটি নেওয়ারও উপায় নেই। গরমে রোদে পুড়েই রোজ অফিসে যেতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১৪:৩৭
Share: Save:

বৈশাখ মাসেই বিয়ে? এ দিকে গরম বাড়ছে চড়চড় করে। বিয়ে, হনিমুনের জন্য ছুটি নিয়েছেন টানা তিন সপ্তাহের। তাই এখন ছুটি নেওয়ারও উপায় নেই। গরমে রোদে পুড়েই রোজ অফিসে যেতে হচ্ছে। ত্বকেরও দফারফা অবস্থা। জেনে নিন বিয়ের আগে ট্যান তুলে ফেলার সহজ তিন উপায়।

লেবু

একটা বাটিতে টাটকা লেবুর রস নিন। লেবুর রসে তুলোর বল ডুবিয়ে পোড়া ত্বকে লাগান। প্রতি দিন দু’বার করে সপ্তাহে তিন দিন লাগালে পোড়া দাগ অনেকটাই কমে যাবে।

অ্যাপল সিডার ভিনিগার

রোদে পোড়া ত্বকে অ্যাপল সিডার ভিনিগার তুলোয় ভিজিয়ে লাগান। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। বেশি ভাল ফল পেতে ভিনিগারের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। কয়েক সপ্তাহ টানা করলে পোড়া দাগ একেবারে চলে যাবে।

আরও পড়ুন: গ্রীষ্মকালের বিয়ে হলে মাথায় রাখুন এই আই মেকআপ টিপ‌স

সজনের মূল

সজনের একটা মূল কুরিয়ে নিয়ে ১/৪ কাপ অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে মিশিয়ে জারে ভরে রেখে দিন। টানা দু’সপ্তাহ এ ভাবে রেখে দিন। মাঝে মাঝে জার ঝাঁকিয়ে নেবেন। দু’ সপ্তাহ পর মিশ্রণ ছেঁকে নিয়ে রেফিজরেটরে রেখে দিন। প্রতি দিন এই মিশ্রণ পোড়া ত্বকে লাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wedding Skin Tan Summer Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE