Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Asthma

পুরুষদের তুলনায় মহিলাদের অ্যাস্থমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

শীতকালে ঠান্ডা, ধূলো ময়লা, শুষ্ক আবহাওয়ার কারণে অ্যাস্থমা বা শ্বাসকষ্টের সমস্যার প্রবণতা বাড়ে। এই সমস্যায় পুরুষদের থেকে মহিলারাই বেশি আক্রান্ত হন বলে জানাচ্ছেন চিকিত্সকরা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১৬:০৭
Share: Save:

শীতকালে ঠান্ডা, ধূলো ময়লা, শুষ্ক আবহাওয়ার কারণে অ্যাস্থমা বা শ্বাসকষ্টের সমস্যার প্রবণতা বাড়ে। এই সমস্যায় পুরুষদের থেকে মহিলারাই বেশি আক্রান্ত হন বলে জানাচ্ছেন চিকিত্সকরা।

চিকিত্সকেরা জানাচ্ছেন, মহিলাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন না থাকায় তারা অনেক সহজে অ্যাস্থমায় আক্রান্ত হন। টেস্টোস্টেরন ফুসফুসে ক্ষতিকারক পোলেন শোষণে বাধা দেয়। টেস্টোস্টেরন মানব শরীরে রোগ প্রতিরোধক কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, যা শরীরে যে কোনও ভাইরাস সংক্রমণে বাধা দেয়।

আরও পড়ুন: শীতে রোজ খান কমলা লেবু, জেনে নিন ৬ উপকারিতা

এই রোগ প্রতিরোধক অ্যাস্থমা, ফুসফুসে প্রদাহ, মিউকাস উত্পন্ন করতে বাধা দেয়। শ্বাসনালীতে মিউকাস উত্পন্ন হলে অ্যাস্থমা অ্যাটাক হয়। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ডন নিউকম্ব বলেন, “আমরা আগে ভাবতাম জরায়ুর হরমোন ফুসফুসে প্রদাহ বাড়ায়। কিন্তু প্রদাহ বাড়াতে জরায়ুর হরমোন যত না দায়ী, প্রদাহ কমাতে টেস্টোস্টেরন তার চেয়ে অনেক বেশি কার্যকর।”

এর আগে একটি গবেষণায় দেখা গিয়েছিল, শৈশবে মেয়েদের তুলনায় ছেলেদের অ্যাস্থমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দেড়গুণ বেশি থাকে। কিন্তু বয়ঃসন্ধির পর থেকে এই প্রবণতা বদলে যেতে থাকে। তখন ছেলেদের তুলনায় মেয়েদের অ্যাস্থমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। এই প্রবণতা চলতে থাকে মেনোপজ পর্যন্ত। তারপর ধীরে ধীরে কমতে থাকে ঝুঁকি।

আরও পড়ুন: হাঁপানি ও ফুসফুসের অসুখ থাকলে জ্বর হলেই সতর্ক হতে হবে

গবেষকরা মূলত গ্রুপ টু ইনেট লিম্ফোয়েড ও আইএলসি টু-এই দুই ফুসফুস কোষের উপর গবেষণা করেন। এই দুই কোষ সাইটোকিনস নামের একটি প্রোটিন উত্পন্ন করে যা ফুসফুসে মিউকাস তৈরি করে ও প্রদাহ সৃষ্টি করে। দেখা গিয়েছে টেস্টোস্টেরন বা যৌন হরমোনের প্রভাবে আইএলসি ২ সাইকোটিন প্রোটিন উত্পন্ন করতে বাধা পায়।

সেল রিপোর্ট জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asthma Winter Healthy Living
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE