Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পার্লামেন্ট ঘেরাও, ইমরানদের সমন পাঠাল শীর্ষ আদালত

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতেই কয়েক হাজার সমর্থক নিয়ে ইসলামাবাদের ‘রেড জোন’-এ ঢুকে পড়েন ইমরান। চরম সুরক্ষায় মোড়া এই রেড জোনেই রয়েছে পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন, বিভিন্ন দূতাবাস। ইমরানের সঙ্গে রয়েছেন ধর্মীয় নেতা তাহির-উল কাদরি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০১:৪৭
Share: Save:

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতেই কয়েক হাজার সমর্থক নিয়ে ইসলামাবাদের ‘রেড জোন’-এ ঢুকে পড়েন ইমরান। চরম সুরক্ষায় মোড়া এই রেড জোনেই রয়েছে পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন, বিভিন্ন দূতাবাস। ইমরানের সঙ্গে রয়েছেন ধর্মীয় নেতা তাহির-উল কাদরি। বুধবার থেকেই পার্লামেন্ট ঘেরাও শুরু হয়েছে। ইমরান অবশ্য জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভই করবেন।

বুধবার পাকিস্তান আওয়ামি তাহরিক (পিএটি) দলের নেতা মৌলবি তাহির-উল কাদরি জানিয়ে দিয়েছেন, কোনও সদস্যকে পার্লামেন্টে ঢুকতে পা পার্লামেন্ট থেকে বেরোতে দেবেন না তাঁরা। ধর্নায় প্রতিবাদী সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান ঘোষণা করেন, “নওয়াজ শরিফ পদত্যাগ না করলে তাঁর বাসভবনে ঢুকে পড়বেন বিক্ষোভকারীরা।”

শরিফ-ঘনিষ্ঠ রেলমন্ত্রী খাজা সাদ রফিক টুইট করেছেন, দেশের স্বার্থেই ইমরান খানের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ শরিফ। সূত্রের খবর, নির্বাচনের বিস্তারিত ফলাফল ইমরানকে দেখতে দেবেন তিনি। ২০১৩ সালে ৩৪২টির মধ্যে ১৯০টি আসন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ শরিফ। ইমরান খানের দল পায় ৩৪টি আসন। তখনই অভিযোগ ওঠে, কারচুপি করে জিতেছেন নওয়াজ। দাবি ওঠে পুনর্নির্বাচনের। দাবি ওঠে নওয়াজ শরিফের পদত্যাগের। সেই দাবিতেই সাত দিন ধরে চলছে বিক্ষোভ।

সরকারের তরফে জানানো হয়েছে, আধাসামরিক বাহিনী ও নিরাপত্তারক্ষী বাহিনীকে যতটা সম্ভব সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা মুখপাত্র আসিম সেলিম বাজওয়া বলেন, “ধৈর্য্য ও বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বৃহত্তর স্বার্থেই হঠকারী পদক্ষেপ করা যাবে না এখন।” অন্য দিকে, ইমরান খান ও তাহির-উল কাদরিকে বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে পাক সুপ্রিম কোর্ট। সেনা অভ্যুত্থানের আশঙ্কায় আগেই আগাম নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট। এ দিন কাদরি ও ইমরানের বিরুদ্ধে মূলতান বার অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ জানিয়েছে, বেআইনি ভাবে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার অভিযোগ আনা হয়েছে সরকার বিরোধী দুই দলনেতার বিরুদ্ধে। তবে সুপ্রিম কোর্ট এ-ও জানিয়েছে, প্রতিবাদের অধিকার সকলেরই রয়েছে। যত ক্ষণ না কোনও মানুষের ক্ষতি হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না তাঁদের বিরুদ্ধে।

ফের সংঘর্ষ শুরু গাজায়
সংবাদ সংস্থা • গাজা

ফের অশান্ত গাজা। কায়রোয় দশ দিনের আলোচনার পরেও সমস্যার রফাসূত্র না মেলায় আজ সকাল দশটা নাগাদ সংঘর্ষ বিরতি ভেঙে গাজা ভূখণ্ডে ফের হামলা চালাতে শুরু করল ইজরায়েল। আজকের হামলায় ইতিমধ্যেই বেশ কয়েক জন প্যালেস্তাইনি প্রাণ হারিয়েছেন। একই পরিবারের আট সদস্য-সহ বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। সূত্রের খবর, নিহত হয়েছেন হামাসের সামরিক প্রধান তথা সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ দেইফ এবং তাঁর সাত মাসের ছেলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তরফে জানানো হয়েছে, আজকের হামলায় গাজা থেকে নির্বাসিত হামাস সহ-প্রধান মুসা আবু মারজুকের স্ত্রী ও কন্যাও মারা গিয়েছে। তবে দেইফের মৃত্যু নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২০২৮। পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

parliament pakistan imran khan court warrant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE