বছরের শুরুটা হয়েছিল প্রবল তুষারপাত আর বৃষ্টি দিয়ে। এ বার টর্নেডোর কবলে পূর্ব ও মধ্য আমেরিকার একটা বড় অংশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরকানস এবং ওকলাহোমা রাজ্য ও তার সংলগ্ন এলাকা। প্রবল ঝড়ের দাপটে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৯ জনের। আহত প্রচুর। আবহাওয়া দফতর আবার এর মধ্যেই জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও কঠিন হবে। টর্নেডো আছড়ে পড়তে পারে আরও বেশ কয়েকটি রাজ্যে।
রবিবার সন্ধে সাতটা নাগাদ আরকানসর লিটল রকের প্রায় ১০ মাইল পশ্চিমে প্রথম টর্নেডোটি আছড়ে পড়ে। তার পর সেটি আরও বিধ্বংসী চেহারা নিয়ে আরও ৮০ মাইল পথ অতিক্রম করে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টর্নেডোর গতিপথে পড়া প্রায় বেশ কয়েকটি শহর তছনছ হয়ে গিয়েছে। রাস্তায় রাস্তায় উপড়ে পড়েছে গাছ। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি দুমড়ে-মুচড়ে গিয়েছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন।