লাল, নীল, সাদা এক ঝাঁক রকমারি ফুল। দেখলেই যেন টাটকা গন্ধ এসে লাগে নাকে। হাল্কা সবুজ ক্যানভাস, সাদা মার্বেল টেবিলের উপর ফুলদানিতে সাজানো ফুলের তোড়ার নামটাও তাই ভ্যান গঘ রেখেছিলেন ‘স্টিল লাইফ, ভাস উইথ ডেজিজ অ্যান্ড পপিজ’। তাঁর সেই ছবিই গত কাল বিক্রি হয়ে গেল সোদবির নিলামে। দাম সংক্রান্ত যাবতীয় প্রত্যাশা ছাপিয়ে।
ভাবা হয়েছিল, এই ছবির দাম উঠবে ১৮৪ কোটি টাকা থেকে বড়জোর ৩০০ কোটি টাকার মধ্যে। শেষমেশ ৩৭৫ কোটিরও বেশি দাম হেঁকে ‘স্টিল লাইফ’ জিতে নিয়েছেন এক এশীয়। এই বুনো ফুলের ছবি শিল্পী এঁকেছিলেন মৃত্যুর মাস তিনেক আগে। ভ্যান গঘের এক ফরাসি চিকিৎসক ছিলেন। নাম ডক্টর পল গ্যাচেট। ১৮৯০ সালে তাঁরই বাড়িতে বসে কানভ্যাস রাঙিয়েছিলেন গঘ। তাঁর জীবদ্দশায় অল্প যে ক’টি ছবি বিক্রি হয়েছিল, ‘স্টিল লাইফ’ সেই তালিকায় অন্যতম। নিউ ইয়র্কের মিউজিয়াম অব মর্ডান আর্টের প্রতিষ্ঠাতা এ কনগার গুডইয়ার ১৯২৮ সালে কিনেছিলেন এই শিল্পকীর্তি।
তার পর বহু যুগ তাঁদের পরিবারেই থেকে গিয়েছিল এই ছবি। যিনি ছবিটি সোদবির নিলামে তুলেছেন, তাঁর হাতে এটি আসে ১৯৯০-এর দশকে।