নাৎসিদের সাচসেনহাউসেন বন্দি শিবিরের রক্ষী ছিলেন। এই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল ১০১ বছরের এক প্রবীণকে। এর আগে শতায়ু কারও যুদ্ধপরাধের বিচার চলেনি।
জার্মানির বার্লিনের উত্তরে ওরানিয়েনবার্গে ছিল সাচসেনহাউসেন কনসেনট্রেশন ক্যাম্প। সেখানে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রক্ষী ছিলেন জোসেন স্কুয়েৎজ। তাঁর বয়স তখন ২১। এখন ব্র্যান্ডেনবার্গ স্টেটে থাকেন। পেনশনে সংসার চালান।
সোমবার ছিল বিচারের শেষ দিন। শুনানিতে এসে দাবি করেন, তিনি নিরপরাধ। ‘কিছুই করিনি। কেন আমি এখানে, জানি না।’ যদিও সরকারি কৌঁসুলির অভিযোগ, সব ‘জেনেবুঝে ও স্বেচ্ছায়’ তিন হাজার ৫১৮ বন্দির হত্যায় অংশ নিয়েছিলেন জোসেফ। ১৯৪২ সালে ফায়ারিং স্কোয়াডের সামনে বন্দিদের দাঁড় করিয়ে তাঁদের হত্যায় সাহায্য করেন। কিছু জনকে বিষাক্ত জাইকলন বি গ্যাস ছড়িয়ে হত্যায় প্ররোচনা দেন।