মত্ত অবস্থায় ধরা পড়েছিলেন ১১ জন গাড়িচালক। চালান কাটা বা জরিমানা নয়, আজব শাস্তি দেওয়া হল তাঁদের! চালকদের ধরে নিয়ে গিয়ে সোজা হাসপাতালের মর্গে ঢুকিয়ে দেওয়া হয়। এবং সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় এক রাত থেকে মর্গ পাহারা এবং পরিষ্কার করতে হবে।
সাধারণত ট্রাফিক নিয়ম ভাঙলে বা মত্ত অবস্থায় ধরা পড়লে জরিমানা, চালান এবং খুব বেশি হলে আটক করা হয়। কিন্তু তাইওয়ান পুলিশ সে রাস্তায় যায়নি। জরিমানা বা চালান কাটার বদলে চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে মর্গে পাঠানো হয়।