Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মিউনিখের ঘাতক ১৮ বছরের ইরানি-জার্মান তরুণ

মিউনিখের শপিং মলে হামলাকারীকে চিহ্নিত করল পুলিশ। মিউনিখেরই ম্যাক্সভরস্টাডিট এলাকার বাসিন্দা হামলাকারী তরুণের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবাকে। কে এই হামলাকারী?

এই সেই হামলকারী।

এই সেই হামলকারী।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ১৫:৩২
Share: Save:

মিউনিখের শপিং মলে হামলাকারীকে চিহ্নিত করল পুলিশ। মিউনিখেরই ম্যাক্সভরস্টাডিট এলাকার বাসিন্দা হামলাকারী তরুণের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবাকে। কে এই হামলাকারী? নাম প্রকাশ না করলেও মিউনিখের পুলিশ প্রধান হুবেরটাস আন্দ্রে জানিয়েছেন, হামলাকারীর বয়স ১৮। সে ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। গত দু’বছর ধরে মিউনিখে থাকত সে। মিউনিখ পুলিশ জানাচ্ছে এখনও পর্যন্ত কোনও অপরাধের রেকর্ড খুঁজে পাওয়া যায়নি এই তরুণের।

ন’জনকে গুলি করে মেরে নিজেও আত্মঘাতী হয় ওই তরুণ। তাকে অভিনন্দন জানিয়ে আইএসপন্থীরা ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আইএস বা অন্য কোনও জঙ্গি সংগঠন এখনও এর দায় নেয়নি। কেন, কী কারণে এই হামলা তা এখনও পরিষ্কার নয় জার্মান পুলিশের কাছেও।জার্মানির বিদেশমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেন, “নানা সূত্র থেকে নানা রকম খবর আসছে। তবে গোটা বিষয়টি নিয়ে ধন্দ রয়েছে।”

শুক্রবার স্থানীয় সময় সন্ধে ছ’টার একটু আগে মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হানা দেয় ওই তরুণ। গুলি করে মারে ন’জনকে। তার পর আগ্নেয়াস্ত্র বেরিয়ে পরে সেখান থেকে। পরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে হামলাকারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে হামলাকারী।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং সিসিটিভি ফুটেজে পাওয়া ছবি থেকে জানা যাচ্ছে, ঘাতক তরুণ ছ’ফুটের মতো লম্বা। ছিপছিপে গড়ন। হামলার সময় কালো পোশাকের উপর একটি চেস্ট পরে ছিল। পিঠে ছিল লাল ব্যাগ। লরেটা নামে এক প্রত্যক্ষদর্শীর দাবি, ‘হামলার আগে আল্লাহু আকবর বলে চিত্কার করছিল হামলাকারী’। লুয়ান জেকিরি নামে আর এক প্রত্যক্ষদর্শীর কথায়, অভিবাসন বিরোধী স্লোগান দিচ্ছিল ওই তরুণ।

এই হামলার সঙ্গে আমেরিকার ফ্লোরিডা এবং ফ্রান্সের নিস- ওই দুই হামলারই মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তিন ক্ষেত্রেই কম বেশি বহু মানুষের জমায়েতে হামলা চালানো হয়েছে। তিন ক্ষেত্রেই হামলাকারী সংখ্যায় এক। তিন হামলাকারীই ধর্মে মুসলিম। গত ১২ জুন আমেরিকার ফ্লোরিডায় অরল্যান্ডোর নাইট ক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে খুন করেছিল আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক, ১৭ বছরের ওমর মাতিন। ফ্রান্সের নিসে সমুদ্র সৈকতে উত্সবের ভিড়ে ট্রাক দিয়ে পিষে, ধাক্কা দিয়ে ৮৪ জনকে খুন করেছিল ৩২ বছরের মহম্মদ বুহলেল নামে এক যুবক। বুহলেল তিউনিসীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আর মিউনিখের শপিং মলের হামলাকারী ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ১৮ বছরের তরুণ।

আরও খবর...

মিউনিখের শপিং মলে বন্দুকবাজের হানা, হত ১০, আহত বহু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Munich Shopping mall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE