Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভিবাসন হেফাজতে মৃত ভারতীয়

অভিবাসন সংক্রান্ত কাগজপত্র ঠিকমতো ছিল না। সেই অভিযোগে গত সপ্তাহে আটলান্টা বিমানবন্দরে আটক করা হয়েছিল অতুলকুমার বাবুভাই পটেল নামে ৫৮ বছর বয়সি এক ভারতীয় নাগরিককে। অভিবাসন দফতরের হাসপাতালে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে মঙ্গলবার।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০২:৫২
Share: Save:

অভিবাসন সংক্রান্ত কাগজপত্র ঠিকমতো ছিল না। সেই অভিযোগে গত সপ্তাহে আটলান্টা বিমানবন্দরে আটক করা হয়েছিল অতুলকুমার বাবুভাই পটেল নামে ৫৮ বছর বয়সি এক ভারতীয় নাগরিককে। অভিবাসন দফতরের হাসপাতালে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে মঙ্গলবার।

আটলান্টা অভিবাসন এবং শুল্ক দফতরের দাবি, ইকুয়েডর থেকে আটলান্টায় এসেছিলেন অতুলকুমার। কিন্তু তাঁর কাছে এ দেশে ঢোকার ঠিকঠাক কাগজ ছিল না। তাই তাঁকে অভিবাসন দফতর প্রথমে দু’দিনের জন্য হেফাজতে রেখেছিল। পরে তাঁর হেফাজতের মেয়াদ বাড়ে। এর মধ্যেই অতুলকুমারের শারীরিক পরীক্ষার সময়ে ধরা পড়ে তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে। গত শনিবার, তাঁকে পরীক্ষা করার সময়ে দেখা যায় শ্বাসকষ্টও হচ্ছে। তখন তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই খবর সঙ্গে সঙ্গে ভারতীয় দূতাবাসে জানিয়ে দেওয়া হয়। তারা ওই প্রৌঢ়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। মার্কিন অভিবাসন দফতর জানিয়েছে, হেফাজতে মৃত্যু ব্যতিক্রমী ঘটনা। এই ঘটনায় অন্য কোনও বিতর্ক নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Immigration Authorities Death Indian US ICE
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE