Advertisement
২৪ মার্চ ২০২৩
journalist

সাংবাদিকদের খুনের ঘটনায় ৮৬ শতাংশ অপরাধীর শাস্তি হয়নি, বলছে ইউনেস্কোর রিপোর্ট

সাংবাদিকদের উপর হওয়া অপরাধ কমানোর জন্য উদ্যোগী হয়েছে রাষ্ট্রপুঞ্জ। আর তা নিয়ে আলোচনা করার সময় উঠে এসেছে এই তথ্য। সাংবাদিক খুনের ঘটনার সংখ্যা চমকে দেওয়ার মতো বলেও উল্লেখ করা হয়েছে।

২০২০-’২১ সালে, ১১৭ জন কর্তব্যরত সাংবাদিককে খুন করা হয়।

২০২০-’২১ সালে, ১১৭ জন কর্তব্যরত সাংবাদিককে খুন করা হয়। ফাইল চিত্র ।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১০:২৪
Share: Save:

বিশ্ব জুড়ে সাংবাদিকদের খুন করা অপরাধীদের বেশির ভাগেরই শাস্তি হয়নি। শাস্তি না পাওয়া অপরাধীদের সংখ্যা প্রায় ৮৬ শতাংশের কাছাকাছি। এমনটাই দাবি রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনস্‌ কালচারাল অরগানাইজেশনের রিপোর্টে। বিশ্বে গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় ইউনেস্কো উল্লেখ করেছে, ‘‘সাংবাদিকদের খুন করেছে এমন ৮৬ শতাংশ মানুষই শাস্তি পায়নি।’’

Advertisement

ইউনেস্কোর তরফে আরও বলা হয়েছে, ‘‘সাংবাদিকদের উপর হওয়া অপরাধের সঠিকভাবে তদন্ত করা উচিত। পাশাপাশি অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, সেই বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন৷’’

সাংবাদিকদের উপর হওয়া অপরাধ কমানোর জন্য উদ্যোগী হয়েছে রাষ্ট্রপুঞ্জ। আর তা নিয়ে আলোচনা করার সময়ই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক খুনের ঘটনার সংখ্যা চমকে দেওয়ার মতো বলেও উল্লেখ করা হয়েছে ইউনেস্কোর তরফে।

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোলে এক বিবৃতিতে বলেন, ‘‘এত সংখ্যক অমীমাংসিত মামলা থাকলে স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার রক্ষা করা যায় না।’’

Advertisement

যদিও ইউনেস্কোর তরফে উল্লেখ করা হয়েছে যে, গত দশকের তুলনায় দোষীদের শাস্তি পাওয়ার ঘটনা ৯ শতাংশ বেড়েছে।

প্রসঙ্গত, ২০২০-’২১ সালে, ১১৭ জন কর্তব্যরত সাংবাদিককে তাদের কাজের সময় খুন করা হয়। পাশাপাশি আরও ৯১ জনকে খুন করা হয়েছিল যখন তাঁরা কর্তব্যরত ছিলেন না। এঁদের মধ্যে অনেককেই তাঁদের স্ত্রী-সন্তানদের সামনে খুন করা হয়েছে বলেও ইউনেস্কো জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.