Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানে চালু অটো-অ্যাপ, এ দেশে কবে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১২:৪৪
Share: Save:

রোজই কি অফিস ঢুকতে দেরি হয়ে যায় আপনার? বসের চোখরাঙানি চুপচাপ হজম করতে করতে মনে মনে চারটি গালাগালি দিয়ে দেন অটোওয়ালাকে। একে তো লম্বা লাইনে দাঁড়িয়ে অটো পাওয়া, তার ওপর ইচ্ছা মতো ভাড়ার জুলুম, সিগনাল ভাঙা, ঝড়ের বেগে চালানো এ সব তো আছেই। বস আর কী করে বুঝবেন রোজ প্রায় প্রাণ হাতে করেই অফিস আসতে হয় আপানাকে। মাঝে মাঝেই ভাবেন ট্যাক্সির মতো অটোর জন্যও যদি অ্যাপ থাকতো তবে বেশ হতো। আপনি রোজই ভাবেন। আর পাকিস্তানের একদল উদ্যোগপতি এই কাজটা করেই ফেলেছেন। উবেরের মতো অটো অ্যাপ নিয়ে এসেছেন তাঁরা। ফোন করলেই অটো পৌঁছে যাবে আপনার বাড়ির দরজায়।

লাহৌর শহরে গাড়ি, ট্যাক্সির ভাড়া অত্যন্ত চড়া। যথারীতি বাস বা ভ্যানে উপচে পড়ে ভিড়। অটো-রিক্সাই একমাত্র ভরসা। ফোনে বুক করে অটো সার্ভিসে ব্যাপক সাড়া মিলেছে লাহৌরে। পঞ্জাব শহরের প্ল্যান নাইনে সামিল হয়ে একদল সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছেন অটো অ্যাপ্লিকেশন।

পাকিস্তানে যদি সাড়া ফেলতে পারে তবে ভারতে কী হবে বুঝতে পারছেন? প্রতিবেশী রাষ্ট্রের উদাহরণ নিয়ে এ দেশেও চালু করা যেতে পারে অটো-অ্যাপ সার্ভিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

auto auto app pakistan lahore app
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE