Advertisement
২৫ এপ্রিল ২০২৪
China

মঙ্গলে রোভার, সাফল্য চিনের

তিন মাস ধরে সেখানে লালগ্রহের ভৌগোলিক তথ্য জোগাড় করবে এটি। সংগ্রহ করবে পাথর ও তা বিশ্লেষণ করে তথ্য পাঠাবে পৃথিবীতে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৬ মে ২০২১ ০৫:১১
Share: Save:

শনিবারের সকালে মঙ্গলে পা। সাত মিনিটের রুদ্ধশ্বাস পর্ব পেরিয়ে প্রতিবেশী গ্রহটিতে সুষ্ঠু ভাবে নেমেছে চিনের রোভার ‘চুরং’। তিন মাস ধরে সেখানে লালগ্রহের ভৌগোলিক তথ্য জোগাড় করবে এটি। সংগ্রহ করবে পাথর ও তা বিশ্লেষণ করে তথ্য পাঠাবে পৃথিবীতে। মঙ্গলের কক্ষপথে অরবিটার পাঠানো, গ্রহটিতে ল্যান্ডার নামানো ও তার প্রান্তরে রোভার চালানো প্রথম চেষ্টাতেই এই তিনটি কাজ একসঙ্গে করতে পারাটা চিনের পক্ষে এক বড়সড় সাফল্য।

অরবিটার, ল্যান্ডার ও রোভারকে নিয়ে চিনের রকেট তিয়ানওয়েন-১ রওনা দিয়েছিল গত বছর জুলাইয়ে। সেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছোয় ফেব্রুয়ারিতে। শুক্রবার শুরু হয় অবতরণ-পর্ব। নামার শেষ সাত মিনিট বিজ্ঞানীদের কাছেও ভয়ঙ্কর। কারণ, এই পর্বে রেডিয়ো তরঙ্গে পৃথিবীর সঙ্গে বার্তা বিনিময়ের চেয়েও দ্রুত নামতে থাকে ল্যান্ডার। ফলে তাৎক্ষণিক ভাবে এটির গতিবিধি নিয়ন্ত্রণের সুযোগ থাকে খুবই সীমিত। চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)-এর সূত্র উদ্ধৃত করে সরকারি সংবাদসংস্থা জিনহুয়া ও টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, ল্যান্ডারটি প্যারাস্যুটে ভর করে রোভার চুরং-কে নিয়ে একেবারে নির্ধারিত জায়গায় অক্ষত নেমেছে।

রোভার চুরংয়ের ছ’টি চাকা। সৌরশক্তিতে ভর করে ২৪০ কিলোগ্রামের গাড়িটি এখন মঙ্গলের উত্তর অংশে লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে কাজ শুরু করেছে।

মহাকাশ অভিযানে রাশিয়া-আমেরিকার অনেক পরে দৌড় শুরু করেও চিন এখন বিশ্বের মহাকাশ চর্চায় একেবারে প্রথম সারিতে চলে এসেছে। ইতিমধ্যেই তাঁরা মানুষ পাঠিয়েছে মহাকাশে। এ ছাড়া মহাকাশে তাদের নিজস্ব স্টেশন গড়ার জন্য তার প্রথম মডিউলটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে ক’দিন আগেই। সেটিকে নিয়ে যাওয়া রকেট লং মার্চ-বি-এর ১০০ ফুট লম্বা একটি খণ্ড অবশ্য বিচ্ছিন্ন হয়ে যায়। এর ক’দিন পরেই সফল হল চিনের মঙ্গল অভিযান ‘নিহাও মার্স’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE