আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে বুধবার ট্রাম্প সমর্থকদের হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে সদ্য নির্বাচিত জো বাইডেন। একে ‘হিংসাত্মক আক্রমণ’ হিসাবে চিহ্নিত করে ট্রাম্পকে টিভি চ্যানেলে গিয়ে হিংসা ‘বন্ধ’ করার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন বাইডেন।
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তাঁর কিছু সমর্থক ক্যাপিটল বিল্ডিংয়ে যে ‘গুণ্ডাগিরি’ করলেন তার নিন্দায় মুখর জো বাইডেন। বর্ষীয়ান এই ডেমোক্র্যাট বলেছেন, ‘‘এই সময়ে আমাদের গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত।’’ এর পরই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত করতে আবেদন করা উচিত।’’
ট্রাম্পের সমর্থকরা যে কাজটি করেছেন তাঁকে নিছক প্রতিবাদ বলতে নারাজ বাইডেন। তিনি বলেছেন, ‘‘ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানলা ভাঙা, অফিস দখল করা, নির্বাচনী আধিকারিকদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো— এ সবের কোনওটাই নিছক প্রতিবাদ নয়। এ সবই হিংসাত্মক হামলা।’’