বাংলাদেশে সোমবার থেকে সাতদিনের লকডাউন শুরু হচ্ছে। সেই কারণেই হয়তো অন্যান্য দিনের তুলনায় লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি ছিল। যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেল লঞ্চটি। কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগ যাত্রীই নিখোঁজ বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বাকি ৭ জনের খোঁজে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, ঢাকার নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল লঞ্চটি। এমভি রাবিত আল হাসান নামের ছোট দোতলা লঞ্চটির বেশির ভাগ যাত্রীই ছিলেন মুন্সিগঞ্জের বাসিন্দা। মুক্তারপুর সেতুর কাছে লঞ্চটি ডুবে যায়। ডোবার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে সমস্যা হয়।