Advertisement
২৪ এপ্রিল ২০২৪

লিবিয়ায় অপহৃত চার ভারতীয়ের মধ্যে মুক্ত দু’জন, সন্দেহ আইএসআইএস-কে

লিবিয়ায় অপহৃত হলেন চার ভারতীয়দের মধ্যে মুক্তি পেলেন দু’জন। শুক্রবার সকালে লিবিয়ার সির্তে শহর থেকে অপহরণ করা হয় ওই চার জনকে। সূত্রের খবর, ওই চার জনকে আফ্রিকার ওই দেশে শিক্ষকতা করতেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১১:১৫
Share: Save:

লিবিয়ায় অপহৃত হলেন চার ভারতীয়দের মধ্যে মুক্তি পেলেন দু’জন। শুক্রবার সকালে লিবিয়ার সির্তে শহর থেকে অপহরণ করা হয় ওই চার জনকে।

সূত্রের খবর, ওই চার জনকে আফ্রিকার ওই দেশে শিক্ষকতা করতেন। এ বিষয়ে বিশদ কোনও তথ্য জানা না গেলেও অপহরণের খবরের সত্যতা স্বীকার করেছে বিদেশমন্ত্রকও। অপহৃতদের সম্পর্কে বিশদ তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক।

অপহরণের ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার না করলেও, এর পিছনে আইএসআইএসের থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, লিবিয়ার সির্তে শহর থেকে এই চার জনকে অপহরণ করা হয়েছে। শহরটি ত্রিপোলি থেকে পাঁচশো কিলোমিটার দূরে। লিবিয়ায় আইএসআইএসের অন্যতম শক্ত ঘাঁটি এই সির্তে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE