Advertisement
৩১ মার্চ ২০২৩
Murder

মৃত্যুর খবর ছড়াতে হুবহু দেখতে ব্লগারকে খুন! গ্রেফতার অভিযুক্ত তরুণী ও তাঁর বন্ধু

ব্লগারকে খুনের অভিযোগে গত অগস্টে এক জার্মান-ইরাকি তরুণী এবং তাঁর পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছিল পুলিশ। এত দিন পর ওই খুনের পিছনে ‘আসল উদ্দেশ্য’ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Representational picture of dead woman in Germany

গত অগস্টে দক্ষিণ জার্মানির ইঙ্গলস্টাড শহরে পার্ক করা একটি মার্সিডিজ়ের মধ্যে এক তরুণীর দেহ পাওয়া গিয়েছিল। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বার্লিন শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ২০:৩৩
Share: Save:

পারিবারিক ঝামেলা এড়াতে গা-ঢাকা দিতে চেয়েছিলেন। তার আগে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়াতে অবিকল তাঁর চেহারার সমবয়সি এক তরুণী ব্লগারকে খুন করেছেন। ওই ব্লগারকে খুনের অভিযোগে গত অগস্টে এক জার্মান-ইরাকি তরুণী এবং তাঁর পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছিল পুলিশ। এত দিন পর ওই খুনের পিছনে ‘আসল উদ্দেশ্য’ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

সোমবার একটি বিবৃতিতে পুলিশের দাবি, গত অগস্টে দক্ষিণ জার্মানির বাভারিয়ায় ইঙ্গলস্টাড শহরে পার্ক করা একটি মার্সিডিজ়ের মধ্যে এক তরুণীর দেহ পাওয়া গিয়েছিল। গোটা দেহে ছুরির অজস্র আঘাত। রক্তাক্ত শরীর। গোড়ায় তাঁকে শারাবান হিসাবে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। কারণ, মৃতার চেহারার সঙ্গে মিউনিখের ২৩ বছরের জার্মান-ইরাকি প্রসাধনশিল্পী শারাবানের হুবহু মিল রয়েছে। দেহটি যে শারাবানের, শনাক্তকরণের সময় তেমন দাবি করেছিল তাঁর পরিবারও। পরে তদন্তে জানা যায়, ওই দেহটি আসলে আলজিরিয়ার ব্লগার খাদিদয়া ও-র। কাকতালীয় ভাবে, তাঁরও বয়স ২৩।

তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পাওয়া গিয়েছে বলে দাবি জার্মান পুলিশের। তাদের মতে, ‘‘তদন্তকারীদের ধারণা, পারিবারিক ঝামেলায় গা-ঢাকা দিতে চেয়েছিলেন ওই তরুণী। সে জন্য নিজের মৃত্যুর খবর ছড়াতে চেয়েছিলেন।’’

পুলিশের আরও দাবি, খুনের জন্য শিকার খুঁজতে তক্কে তক্কে ছিলেন শারাবান। সমাজমাধ্যমে অবিকল তাঁর চেহারার তরুণীদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রলোভনও দেখাতেন। ওই ব্লগারের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল তাঁর। ১৬ অগস্ট তাঁর সঙ্গে দেখা করার কথাও পাকা করে নেন। এর পর পুরুষ বন্ধুকে নিয়ে হেইলব্রনে ওই ব্লগারের বাড়ি থেকে তাঁকে গাড়িতে তুলে নেন শারাবান। এর পর ইঙ্গলস্টাড দিয়ে ফেরার সময় একটি জঙ্গলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে খুন করেন। খুনের দিন সন্ধ্যা পর্যন্ত ওই শহরেই ছিলেন দু’জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.