Advertisement
০১ মে ২০২৪
Italy

প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল ইটালি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দক্ষিণপন্থী সরকার

শনিবার ইটালির প্রেসিডেন্টের সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন ৪৫ বছর বয়সি জর্জিয়া। শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি।

জর্জিয়া মেলোনি।

জর্জিয়া মেলোনি। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রোম শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:৫৮
Share: Save:

ইটালিতে নতুন যুগের সূচনা হল। এই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কাউকে পেল সে দেশ। ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন জর্জিয়া মেলোনি। শুধু তাই নয়, মেলোনির হাত ধরে আরও এক নজির তৈরি হল সে দেশে। বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম সে দেশে দক্ষিণপন্থী সরকার তৈরি হল।

শনিবার ইটালির প্রেসিডেন্টের প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন ৪৫ বছর বয়সি জর্জিয়া। শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। গত মাসে সে দেশে সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইটালি’ দলের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট। জয় প্রসঙ্গে মেলোনি বলেছিলেন, ‘‘এই জয় সকলকে উৎসর্গ করতে চাই। ইতালির মানুষ আমাদের বেছেছেন। আমরা তাঁদের ঠকাব না।’’

প্রসঙ্গত, চলতি বছরে ইটালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান। এর পরই সে দেশে অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইটালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Italy international news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE