সরকারি ভাবে ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকের জয় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী হায়দর আল-আবাদি। রবিবার ইরাকের প্রধানমন্ত্রী মসুলে ঢুকেছেন। অনেক বছর পর ইরাকের কোনও প্রধানমন্ত্রী মসুলে ঢুকতে পারলেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, মসুলে পা রেখেই আইএস-এর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করেছেন হায়দর আল-আবাদি। তিনি সেনাবাহিনী ও ইরাকের জনগণকে অভিনন্দনও জানিয়েছেন।
‘‘সশস্ত্র বাহিনীর কম্যান্ডার-ইন-চিফ হায়দর আল-আবাদি মুক্ত শহর মসুলে পৌঁছেছেন এবং এই মহান জয়ের জন্য বীর যোদ্ধাদের এবং দেশের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।’’ ইরাকের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে এ কথাই লেখা হয়েছে।