Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হিলারিকে বিঁধে তোপ ওবামাকে

দলীয় পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের পাশে দাঁড়ানোয় এ বার বারাক ওবামাকে একহাত নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভার্জিনিয়ার এক প্রচারসভায় তিনি বলেন, ‘‘হাস্যকর পরিস্থিতি। যাঁর বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত চলছে, এখন দেখি তাঁকেই সমর্থন করছেন আমার দেশের প্রেসি়ডেন্ট!’’

সংবাদ সংস্থা
রিচমন্ড শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৮:২৪
Share: Save:

দলীয় পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের পাশে দাঁড়ানোয় এ বার বারাক ওবামাকে একহাত নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভার্জিনিয়ার এক প্রচারসভায় তিনি বলেন, ‘‘হাস্যকর পরিস্থিতি। যাঁর বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত চলছে, এখন দেখি তাঁকেই সমর্থন করছেন আমার দেশের প্রেসি়ডেন্ট!’’

ডেলিগেট সমর্থন আদায়ের অঙ্কে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলার পরেই হিলারিকে সম্প্রতি অভিনন্দন জানান ওবামা। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর চেয়ে যোগ্য প্রার্থী আগে কেউ আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তার পর থেকেই ওবামা-হিলারিকে বিঁধতে শুরু করেছেন ট্রাম্প। গুচ্ছ টুইটের পরে এ বার তিনি মাঠে নেমেও সমর্থকদের তাতাতে চাইছেন বলে মত মার্কিন কূটনীতিকদের একাংশের। সেই কারণেই ট্রাম্পের মুখে ফের বিদেশসচিব থাকাকালীন হিলারির ব্যক্তিগত ই-মেল সার্ভার ব্যবহারের প্রসঙ্গ। সোমবার নিউ হ্যাম্পশায়ারের সভায় অবশ্য হিলারির বিরুদ্ধে আরও এক ধাপ সুর চড়াবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বনাম হিলারিকেই দুই শিবিরের প্রার্থী ধরে নিয়ে জোর আলোচনা দেশ জুড়ে। সংবাদ সংস্থার করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন হিলারি। ট্রাম্পের সমর্থনে ভোট পড়েছে ৩৪.৮ শতাংশ। আর ১৯.২ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা এই দু’জনের কাউকেই হোয়াইট হাউসে দেখতে চাইছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hillary Clinton Barack Obama
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE