অরল্যান্ডোর ঘাতক ওমর মতিনের বাবা সিদ্দিকি মতিনেরও যোগ রয়েছে সন্ত্রাসের সঙ্গে? তেমনই তথ্য উঠে আসছে তদন্তে। সিদ্দিকি একটি রাজনৈতিক টিভি শো পরিচালনা করতেন। আফগানিস্তানের ভাষায় সম্প্রচারিত সেই টেলিভিশন শো-এ সিদ্দিকি তালিবানের হয়ে সওয়াল করতেন বলে জানা গিয়েছে।
অরল্যান্ডোর নাইট ক্লাবে ওমর মতিন গণহত্যা চালানোর পরই সিদ্দিকি মতিন ক্ষমা চেয়েছেন। দাবি করেছেন, সম্ভবত সমকামীদের উপর আক্রোশ বশতই এই ঘটনা ঘটিয়েছে ওমর। এর সঙ্গে ধর্ম বা কট্টরপন্থার কোনও যোগ নেই। কিন্তু ‘পয়াম-এ-আফগান’ নামের টেলিভিশন চ্যানেলে সিদ্দিকি যে সব রাজনৈতিক শো পরিচালনা করেছেন, সেই সব অনুষ্ঠানের ভিডিওতে চোখ রাখলে সম্পূর্ণ উল্টো ছবিই ধরা পড়ছে। সিদ্দিকি মতিন নিজে যে এক জন কট্টরবাদী, তা ইউটিউবে পোস্ট হওয়া ওই সব ভিডিওয় স্পষ্ট। তাই ওমর ধর্মীয় কট্টরবাদ থেকে হত্যালীলা চালায়নি বলে যে দাবি সিদ্দিকি করছেন, তা খুব একটা ধোপে টিকছে না বলে মার্কিন তদন্তকারীরা মনে করছেন।
পয়াম-এ-আফগান নামের যে টেলিভিশন চ্যানেলে নিজের অনুষ্ঠান সম্প্রচার করতেন সিদ্দিকি মতিন, সেই চ্যানেলটি ক্যালিফোর্নিয়া থেকে চলে। সিদ্দিকির অনুষ্ঠানটির নাম ‘ডুরান্ড জিগরা’। দারি ভাষায় অনুষ্ঠানটি করতেন সিদ্দিকি। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানোর বিভিন্ন এপিসোডের ভিডিও পোস্ট করা রয়েছে। অনুষ্ঠান দেখে সিদ্দিকির সঙ্গে কেউ যোগায়োগ করতে চাইলে কোন নম্বরে ফোন করতে হবে বা কোন ঠিকানায় চিঠি পাঠাতে হবে, তাও জানানো হত অনুষ্ঠানে। তদন্তকারীরা জানাচ্ছেন সেই ফোন নম্বর সিদ্দিকির নিজেরই এবং পোস্ট বক্সের ঠিকানাটাও ফ্লোরিডায় তাঁর নিজের বাড়ির ঠিকানা।