এ বার কী হতে চলেছে উলটপুরাণ?
দীর্ঘ দিন ধরে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাক প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ভারত। কিন্তু, প্রতি বারই ভারতের দাবি খারিজ করে দিয়েছে পাক সরকার। উল্টে, ভারত বিরোধী যাবতীয় সন্ত্রাসবাদী কার্যকলাপের চালানোর জন্য হাফিজ সইদ আর জাকিউর রেহমান লকভিকে ‘হিরো’-র মর্যাদা দিয়েছে ইসলামাবাদ। খোদ প্রাক্তন পাক প্রেসিডেন্টের মুখেই শোনা গিয়েছে সত্যিটা। কিন্তু হাল আমলের নওয়াজ শরিফ সরকারের সাম্প্রতিক কার্যকলাপ উল্টো কথাই মনে করাচ্ছে।
সম্প্রতি মুম্বই হামলার চক্রী হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়ার অনুষ্ঠানে মিডিয়া কভারেজের উপর নিষেধাজ্ঞা জারি করল ইসলামাবাদ। রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা মেনে পাকিস্তানের বৈদ্যুতিন সংবাদমাধ্যম পরিচালন পর্ষদ (পেমরা) এই নোটিস জারি করেছে। পেমরা-ই পাকিস্তানের প্রথম কোনও সরকারি দফতর যারা এই নিষেধাজ্ঞা জারি করল।
হাফিজ সইদের সংগঠন ছাড়াও লস্কর-ই-তৈবা এবং ফালাহ-ই-ইন্সানিয়াত (ফিফ) উপরেও এই নিষেধাজ্ঞা জারি করেছে পেমরা।
বিবৃতিতে পেমরা কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিফ এবং জামাত লস্করেরই শাখা সংগঠন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও কোনও সংবাদমাধ্যমে যদি জামাতের অনুষ্ঠানের খবর সম্প্রচারিত হয় তবে সেই সংবাদ মাধ্যমকে আর্থিক জরিমানা করা হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হতে পারে। পেমরার নজরে আছে আরও ৬০টি নিষিদ্ধ সংগঠনও।
২০০৮-এ হাফিজ সইদকে সন্ত্রাসবাদী ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। তার মাথার দাম এক কোটি মার্কিন ডলার ধার্য করে আমেরিকা। তবু এখনও অধরা সইদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy