Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পুতিন হটাতে ভোট বয়কট চান নাভালনি

আসন্ন ‘ছদ্ম-নির্বাচনের’ বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম বিরোধী মুখ আলেক্সেই নাভালনি। আগামী ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ৪১ বছরের বিরোধী নেতা সমর্থকদের একজোট করে ভোট বয়কটের ডাক দিয়েছেন।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০২:৪৬
Share: Save:

আসন্ন ‘ছদ্ম-নির্বাচনের’ বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম বিরোধী মুখ আলেক্সেই নাভালনি। আগামী ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ৪১ বছরের বিরোধী নেতা সমর্থকদের একজোট করে ভোট বয়কটের ডাক দিয়েছেন।

এক ভিডিও বক্তৃতায় নাভালনি আজ সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘‘আপনাদের জীবন বিপন্ন। আর কত বছর এই সব চোরদের ক্ষমতায় থাকতে দেবেন? ১৮ বছর সহ্য করেছি আমরা।’’ নাভালনির যুব সমর্থকদের উপরে রুশ প্রশাসনের খাঁড়া নেমে আসতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। সেই সব প্রতিবাদীদের বাবা-মায়ের কাছে প্রশাসনের তরফে পৌঁছে দেওয়া হয়েছে বার্তা, যাতে তাঁরা সন্তানদের নাভালনির সভায় না পাঠান। সেই মেসেজ এর স্ক্রিনশট টুইট করেছেন নাভালনি। তিনি বলেছেন, বাধা এলেও মস্কোর কেন্দ্রস্থলে এবং সেন্ট পিটার্সবার্গে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হবে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, অনুমতিহীন যে কোনও মিছিল বা সভার পরিণাম ভাল হবে না। সভার আগেই পুলিশ মস্কোয় নাভালনির দলের সদর দফতরে হানা দিয়েছে বলে অভিযোগ। প্রচার অফিসগুলোতে পুলিশি হানার পরে আটক করা হয় বেশ কয়েক জনকে। পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মুখ হিসেবে অনেক দিন আগেই উঠে এসেছেন নাভালনি। ধারাবাহিক ভাবে চলতে থাকা পুলিশি হেনস্থা উপেক্ষা করে আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। তাতেই যুব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এ বারের ভোটেও তরুণ বিরোধী নেতা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর দু’লক্ষের ও বেশি কর্মী-সমর্থকদের নিয়ে ‘ভোট ধর্মঘট’ করবেন তিনি। ভোটের দিন কেউ যাতে বুথে না পৌঁছন, তার চেষ্টাও করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE