শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের শেরপুর এলাকা। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও বিদেশিদের জন্য অতিথিশালা আছে। রয়েছে আফগান প্রশাসনের একাধিক সরকারি ভবনও। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।
কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রী সেদিক সেদ্দিকি টুইট করেছেন, প্রথমে একটি গাড়ি-বোমা ফাটায় জঙ্গিরা। সম্ভবত সেই গাড়িতে কোনও আত্মঘাতী জঙ্গি ছিল। তারপর কয়েক রাউন্ড গুলিও চালায় আরও কয়েক জঙ্গি। স্পেন দূতাবাসের কাছে একটি অতিথিশালা লক্ষ করেই এই হামলা হয়। তালিবানের দাবি, হামলায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। কাবুল প্রশাসনের তরফে কোনও হতাহতের খবর জানানো না হলেও এলাকার একটি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ৭ জনকে ভর্তি করা হয়।
গত কয়েক দিনে কাবুল-সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালিবান। মঙ্গলবার কন্দহর বিমানবন্দরের কাছে এক জনবহুল এলাকায় জঙ্গি হানায় ৫০ জন নিহত হয়। গত কাল রাতেও আত্মঘাতী বিস্ফোরণে নিহত তিন শিশু ও এক পুলিশ। পুলিশ সূত্রের খবর, কাল রাতে নঙ্গরহর প্রদেশ চেকপোস্টে তল্লাশির জন্য একটি গাড়ি আটকানো হয়েছিল। গাড়িতে ছিল এক মহিলা, চার জন পুরুষ তিনটি শিশু। শিশু ও মহিলা গাড়ি থেকে নামতেই বিস্ফোরণ ঘটে। বাকি চার জনের খোঁজ পাওয়া যায়নি।