‘মা-বোমা’র পর ফের আইএস ডেরায় চরম আঘাত আনল আমেরিকা। সম্প্রতি পূর্ব আফগানিস্তানের নানগড়হরে ইসলামিক স্টেট (আইএস)-এর ডেরায় গোপন হামলা চালাল আমেরিকা ও আফগানিস্তানের যৌথ বাহিনী। মার্কিন ও আফগান সেনা সূত্রে খবর, সাম্প্রতিক এই হামলায় মৃত্যু হয়েছে আইএস জঙ্গি সংগঠনের অন্যতম মাস্টারমাইন্ড আব্দুল হাসিবের। হাসিব আফগানিস্থানে আইএস-এর প্রধান নেতা। হাসিবের নেতৃত্বে সিরিয়া ও ইরাকেও বেশ কিছু জঙ্গি হামলা চালিয়েছিল আইএস। গত ৮ মার্চ কাবুলের সেনা হাসপাতালে হামলার পিছনের প্রধান মস্তিষ্ক ছিল এই হাসিবই। সেই হামলায় মৃত্যু হয়েছিল শতাধিক আফগান নাগরিকের। আফগান সেনা সূত্রে খবর, গত ২৬ এপ্রিলের একটি যৌথ হামলায় আইএস খোরাসানের নেতা আব্দুল হাসিবকে খতম করা হয়েছে।
মার্কিন সেনা কর্তা জেফ ডেভিস জানান, গোপন এই অভিযানে অংশ নিয়েছিল ৫০ জন বিশেষ প্রশিক্ষিত মার্কিন সেনা এবং ৪০ জন আফগান কম্যান্ডো। অভিযানে আব্দুল হাসিব ছাড়াও মৃত্যু হয়েছে আরও ৩৫ আইএস জঙ্গির। মার্কিন সেনার যোশুয়া রজার্স (২২) এবং ক্যামেরন থমাস (২৩) নামের দুই সেনারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আফগান সরকারের তরফে জানানো হয়েছে, যত দিন আইএস আফগানিস্তানে জঙ্গি সরবরাহ বন্ধ না করবে, তত দিন আইএস নিকেশ অভিযান জারি থাকবে।
কিছু দিন আগেই কাবুলে ন্যাটো বাহিনীর কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। সেই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। এই হামলায় ৮ জনের মৃত্যু হয়েছিল।
সপ্তাহ তিনেক আগেই আফগান-পাক সীমান্ত সংলগ্ন নানগড়হর প্রদেশের কাছে আইএসের ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলেছিল আমেরিকা। তাতে মৃত্যু হয়েছিল অন্তত ৯০ জন জঙ্গির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy