Advertisement
১৯ এপ্রিল ২০২৪
coronavirus

ভারতে যখন বৃদ্ধি পেল দুই টিকার ব্যবধান, ব্রিটেনে তখন কমল সময়

ব্রিটেনে ভারতীয় প্রজাতির করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের বাধানিষেধ তুলে নিতেও ভাবতে হতে পারে দ্বিতীয় বার।

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১২:০৬
Share: Save:

ব্রিটেনে করোনার সংক্রমণ বাগে আনতে কমিয়ে দেওয়া হল দু’টি টিকার মধ্যবর্তী সময়। শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করলেন, ৫০ বছরের ঊর্ধ্বে ও স্পর্শকাতর ব্যক্তিদের ক্ষেত্রে দু’টি টিকার ব্যবধান কমিয়ে দেওয়া হবে। এর পিছনে কাজ করছে করোনার ভারতীয় প্রজাতির সংক্রমণের আশঙ্কা।

কয়েক দিন আগেই ভারতে দু’টি টিকার ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে। ঠিক সেই সময়েই টিকার ব্যবধান কমিয়ে দিল ব্রিটেন। শুক্রবারের পর থেকে ব্রিটেনে দু’টি টিকার ব্যবধান কমে হবে ৮ সপ্তাহ। এতদিন এটি দেওয়া হত ১২ সপ্তাহের ব্যবধানে। সেই ব্যবধান কমিয়ে ৮ সপ্তাহ করা হল, সাংবাদিকদের জানিয়েছেন জনসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জনসন জানিয়েছেন, করোনার যে ভারতীয় প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে, তা আগের প্রজাতিগুলির চেয়ে বেশি সংক্রামক। ব্রিটেনকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। টিকাকরণের পাশাপাশি আর কী সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটিশ সরকার? জুন মাসের ২১ তারিখে ব্রিটেনে বর্তমান লকডাউনের বাধানিষেধ উঠে যাওয়ার কথা রয়েছে। জনসন বলেছেন, সেই ছাড় দেওয়ার বিষয়েও প্রভাব পড়তে পারে করোনার ভারতীয় প্রজাতির সংক্রমণের ফলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE