Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Viral Video

নাকমুখ ফাটিয়ে এশীয় চিকিৎসককে নামানো হল আমেরিকান বিমান থেকে

আর্ত-চিৎকারটা ভেসে আসছিল। ‘আমাকে মেরে ফেলুন’— চিৎকার করছিলেন মধ্যবসয়ী এক চিকিৎসক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১২:৪৭
Share: Save:

আর্ত-চিৎকারটা ভেসে আসছিল। ‘আমাকে মেরে ফেলুন’— চিৎকার করছিলেন মধ্যবসয়ী এক চিকিৎসক।

গত রবিবার শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন বিমান ৩৪১১ পাড়ি দেওয়ার কথা কেন্টাকির লুইসভিলের উদ্দেশে। কিন্তু, বিমানটি ওড়ার ঠিক আগে, ইউনিফর্ম পরা তিন নিরাপত্তারক্ষী আসনে বসে থাকা এক যাত্রীকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আসন থেকে টেনে-হিঁচড়ে সরানোর সময় ওই যাত্রীর পোশাকের একটা অংশ খুলে যায়। চোখের চশমা খুলে পড়ার উপক্রম। এমনকী, তাঁর নাক থেকে গলগল করে রক্ত বেরচ্ছে। বিমান সফরে যে এমন অভিজ্ঞতা হবে তা স্বপ্নেও ভাবেননি ওই চিকিৎসক। তাঁকে যখন বিমান থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন তিনি চিৎকার করতে থাকেন। গোটা ঘটনাটি মোবাইল বন্দি করেন অন্য যাত্রীরা। সেই ভিডিও-ই নেটদুনিয়ায় এখন ভাইরাল।

আরও পড়ুন: ১১ বছর পর যুবকের পেট থেকে বেরলো আস্ত একটি বাল্ব!

এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় বার। বিমান থেকে যাত্রীকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানকর্মীদের বিরুদ্ধে। এর আগে লেগিংস পরার জন্য দুই মহিলাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, যাত্রীরা নিয়ম না মানায় এ ভাবে বিমান থেকে নামাতে হয়েছে তাঁদের। কিন্তু কোন নিয়ম মানলেন না ওই চিকিত্সক? বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, কেন্টাকিতে অতিরিক্ত ক্রু মেম্বার পাঠাতে হবে। তাই তাঁকে বিমান থেকে নেমে যেতে অনুরোধ করা হয়। কিন্তু চিকিৎসক জানান, রোগীর কাছে পৌঁছনো তাঁর কাছে অত্যন্ত জরুরি। এর পরেই ঘটে ওই ঘটনা।

দেখুন সেই ভিডিও

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় নাম জড়িয়েছে এক নিরাপত্তারক্ষীর। তদন্ত চলাকালীন তাঁকে কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে বিমানকর্মীদের বিরুদ্ধে। তা সত্ত্বেও এই ঘটনায় ক্ষমা চাননি ইউনাইটেড সিইও অস্কার মুনোজ। উল্টে যাত্রীদের দোষারোপ করে তিনি বলেন, ‘‘নিরাপত্তারক্ষীর কথা অমান্য করেছেন ওই যাত্রী।’’ তবে কোনও যাত্রী বিমান কর্তৃপক্ষের কথা না শুনলে বিমানকর্মীদের কী করণীয় তার একটি নিয়মাবলী তৈরি করা উচিত বলে মনে করে আমেরিকান পরিবহণ দফতর।

!! (_)

(_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE