কী দাপট!
ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গে আতঙ্কে দিশাহারা অনেকেই। ব্যাপারটা ঠিক কী। কিসের ভিডিয়ো? কানাডার এক দমকলকর্মী এম সি শিডলউস্কি একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন। আর তাতেই ছড়াল আতঙ্ক।
কানাডার একাংশে প্রায়ই দাবানলের ফলে ছড়ায় আতঙ্ক। সে রকমটাই ঘটেছিল সম্প্রতি। সেখানে দমকল কর্মীরাও ছিলেন। ব্রিটিশ কলম্বিয়ার দমকল কর্মীরা ভ্যান্ডারহফের কাছে এই দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করেছিলেন বিশাল বিশাল হোস পাইপ। কিন্তু লাভ হয়নি।