প্রতীকী চিত্র।
চোরকে কবিতা লিখলেন এক বাগানপ্রেমী। তাঁর আবেদন, অনেক কষ্টে বাগান সাজিয়েছেন, চোর যেন তাঁর সাজানো বাগান নষ্ট না করে। কারণ অবসর জীবনে ওই বাগানটিই তাঁর একমাত্র সম্বল।
অবসরের পর নিজেকে ব্যস্ত রাখতে বাগান করেন অনেকেই। শখের সেই বাগান কেউ নষ্ট করলে রাগ হওয়ার কথা। তবে বৃদ্ধ বাগানপ্রেমী পুলিশে খবর দেননি বা চোরকে হাতে নাতে ধরার কোনও চেষ্টা করেননি। বরং আবেদন রেখেছেন চোরের মানবিকতাবোধের কাছে। বাগানপ্রেমীর এই গাঁধীগিরিতেই মেতেছে নেটমাধ্যম।
চোরকে লেখা ওই কবিতাটি বাগানের গেটে ঝুলিয়ে রেখেছিলেন বাগানের মালিক। গেটে ঝোলানো ওই কবিতার পাতার ছবি তুলে কেউ নেট মাধ্যমে পোস্ট করেছিলেন। দ্রুত তা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ব্রিটেনের। তবে ঠিক কোন এলাকার তা ওই পোস্টে জানানো হয়নি।
কবিতার বয়ানে স্পষ্ট, প্রায়শই ওই বাগান থেকে ফুলের গাছ বা ফুল চুরি করেন কেউ। তবে চোরের কাছে বাগানপ্রেমীর বিনীত আর্জি, ‘চোর, যদি আমাদের প্রতি তোমার একটুও সহানুভূতি থাকে, তবে চুরি করা গাছগুলি ফিরিয়ে দিয়ে যেও দয়া করে। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক। আর ওই গাছগুলো কিনতে আমাকে খরচ করতে হয়েছে।’
কবিতাটি দেখে নেটাগরিকদের অনেকে মজা পেলেও কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন। অনেকে বলেছেন, ‘অবসর নেওয়ার পর অনেকেরই ভীমরতি হয়। তবে তারপর যে তাঁরা কবিতাও লেখেন জানা ছিল না।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy