Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Facebook

ফেসবুকে পোস্ট করে, ধরা দেওয়ার পুলিশি অনুরোধে ধরা দিলেন অপরাধী

অপরাধীর খোঁজ পেতে তাঁর ছবি-সহ ফেসবুকে পোস্ট করেছিল পুলিশ। সেখানে কমেন্ট করল খোদ পলাতক অপরাধী!

ইনিই অ্যান্থনি অ্যাকার্স। ছবি অ্যান্থনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

ইনিই অ্যান্থনি অ্যাকার্স। ছবি অ্যান্থনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৫:১০
Share: Save:

এ যেন সত্যি সত্যি ‘চোর-পুলিশ খেলা’! অপরাধীর খোঁজ পেতে তাঁর ছবি-সহ ফেসবুকে পোস্ট করেছিল পুলিশ। সেখানে কমেন্ট করল খোদ পলাতক অপরাধী! এ ভাবেই কিছুদিন মন্তব্য ও পাল্টা মন্তব্যে ফেসবুকে জমে গেল এই ‘চোর-পুলিশ খেলা। অবশেষে ধরা দিলেন অপরাধী। কিন্তু ততদিনে সেই ফেসবুক পোস্টেপুলিশ ও অপরাধীর কমেন্ট নেট দুনিয়ায় ভাইরাল।

আমেরিকার রিচল্যান্ড ডব্লিউএ পুলিশ ডিপার্টমেন্ট তাদের ফেসবুক পেজে গত ২৯ নভেম্বর একটি পোস্ট করে। সেখানে পলাতক ওই ব্যক্তির ছবি দিয়ে তাঁর সন্ধান জানানোর আবেদন জানায়। পলাতক সেই ব্যক্তি হলেন ৩৮ বছরের অ্যান্থনি অ্যাকার্স।

পোস্ট করার দিন কয়েক পর তাতে কমেন্ট করেন অ্যান্থনি নিজেই। পুলিশের উদ্দেশে তিনি লেখেন, ‘শান্ত হোন। ধরা দিতে আমিই যাচ্ছি।’

কিন্তু ধরা দেওয়ার কথা বললেও ধরা দিতে আসেননি তিনি। বাধ্য হয়ে সেই পোস্টে পুলিশের পক্ষ থেকে ফের কমেন্ট করা হয়। পুলিশ লেখে, ‘হে অ্যান্টনি! আমরা এখনও তোমাকে দেখতে পেলাম না। আমাদের কাজের সময় সোমবার থেকে শুক্রবার, সকাল ৮টা থেকে বিকেল ৫টা। তোমার যদি গাড়ির দরকার হয়, তাহলে (৫০৯-৬২৮-০৩৩৩) নম্বরে ফোন করে নিও, আমরা তোমাকে তুলে আনব।’

সেই কমেন্টের উত্তরে অ্যান্থনি বলেছেন, ‘বন্ধু এটা আমি। আমার কথার দাম আছে। দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। কালকের মধ্যাহ্নভোজের মধ্যে আমি তোমাদের সামনে উপস্থিত হব। আমি তোমাদের সঙ্গে যা করেছি তাতে আমাকে বিশ্বাস করার কোনও কারণ নেই। তবুও আমি কথা দিচ্ছি আমার মধ্যাহ্নভোজের সময়ের মধ্যে আমি যাব। দরকার পড়লে ফোন করে গাড়ির চেয়ে নেব। ধন্যবাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদিও আমি সুযোগ পাওয়ার যোগ্য নয়।’

পুলিশ ও অভিযুক্তের এই বার্তালাপে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ অভিযুক্তের এই সততার প্রশংসাও করেছেন।

শেষমেশ পুলিশের কাছে ধরা দিয়েছেন অ্যান্থনি।পুলিশের অফিসে গিয়ে লিফ্টে ওঠার সময় একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সুইটহার্টদের সঙ্গে ডেটিং করতে এসেছি!’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Anthony Akers Wanted
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE