Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আইএস-সরকার মধ্যস্থতা চাইছেন ফোলির বাবা

গত অগস্টে আইএস জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন মার্কিন সাংবাদিক জেমস ফোলি। আর আজ এ প্রসঙ্গে মুখ খুললেন নিহত ওই সাংবাদিকের বাবা জন ফোলি। তিনি মনে করেন ওই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরকারের মধ্যস্থতা করা উচিত। গত কাল ফ্রান্সে গত ১৮ মাসের যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১১৩ জন সাংবাদিককে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০২:৫৬
Share: Save:

গত অগস্টে আইএস জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন মার্কিন সাংবাদিক জেমস ফোলি। আর আজ এ প্রসঙ্গে মুখ খুললেন নিহত ওই সাংবাদিকের বাবা জন ফোলি। তিনি মনে করেন ওই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরকারের মধ্যস্থতা করা উচিত।

গত কাল ফ্রান্সে গত ১৮ মাসের যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১১৩ জন সাংবাদিককে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে। সেই তালিকায় ছিলেন জেমস ফোলিও। ওই অনুষ্ঠানে ফোলির বাবা-মা এমনটাই দাবি করলেন। জন বলেন, “আইএস জঙ্গিদের সঙ্গে কথা বলে মধ্যস্থতা করতেই পারে সরকার। এতে সরকারের কোনও সমস্যা হবে বলে আমি মনে করি না।” সন্তানকে হারিয়েও জনের মা চান অন্য সাংবাদিকরাও যুদ্ধক্ষেত্রে তাঁদের কাজ চালিয়ে যান।

যেখানে ফোলির বাবা-মা এমন দাবি করছেন, সেখানে গত কাল সিরিয়ায় আইএস আক্রমণের প্রতিবাদে আন্দোলনে নেমেছে কুর্দরা। সিরিয়া-কুর্দ সীমান্তের কোবানি শহরে প্রবল সংঘর্ষ চলার পর আইএস জঙ্গিরা অবশেষে ওই শহর দখল করে নিয়েছে। শুক্রবার ওই জঙ্গি দল কুর্দ সেনার সদর দফতরগুলি দখল করে ফেলেছে। তিন সপ্তাহ ধরে চলা আইএসের হামলায় রীতিমতো ক্ষিপ্ত কুর্দরা। পূর্ব তুরস্কে ইতিমধ্যে পুলিশের ওপর হামলা চালিয়েছিল এক দল বন্দুকধারী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এর আগে জঙ্গি হামলায় নিহত হয়েছেন প্রায় ২৫ জন। বৃহস্পতিবারের ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পুলিশ অফিসার ও গুরুতর জখম আরও দুই পুলিশ কর্মী। তবে কোনও জঙ্গিদল শুক্রবার পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

is foley video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE