Advertisement
০১ জুন ২০২৪
Monsoon in India

সময়ের আগেই কি বর্ষা

বর্ষা নিয়ে এপ্রিল মাসে প্রথম পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সেখানে তারা জানিয়েছিল যে গোটা মরসুম মিলিয়ে গড় স্বাভাবিক বর্ষার ১০৬ শতাংশ বৃষ্টি হবে। তবে অঞ্চল ভেদে কোথায় কেমন বৃষ্টি হবে সে কথা এখনও বিস্তারিত ভাবে বলা হয়নি।

Representative Image

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ০৮:০৩
Share: Save:

বর্ষা যে এ বার গড় স্বাভাবিকের থেকে বেশি হবে সে কথা আগেই জানিয়েছিল মৌসম ভবন। বুধবার তারা জানিয়েছে যে স্বাভাবিক সময়ের থেকে সামান্য আগেই এ বার মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকবে বর্ষা। মৌসম ভবনের হিসাবে, এ বার ৩১ মে বর্ষা কেরলে ঢুকতে পারে। সাধারণ নির্ঘণ্ট অনুযায়ী ১ জুন কেরলে বর্ষা ঢোকার কথা। এই ধরনের পূর্বাভাসের ক্ষেত্রে গাণিতিক মডেল অনুযায়ী, কয়েক দিনের হেরফেরের সম্ভাবনার কথা বলা হয়। তাই ৩১ মে ঢুকতে পারে, এই ঘোষণার সঙ্গে চার দিনের হেরফের হওয়ার কথাও মৌসম ভবন বলেছে।

বর্ষার আগমনের সংবাদের সঙ্গে সঙ্গেই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে? আবহবিদেরা বলছেন, কেরলে বর্ষা ঢোকার পরে তা ধাপে ধাপে উত্তর এবং পূর্ব ভারতের দিকে এগোতে থাকে। সেই হিসাবে ১০ জুন নাগাদ বর্ষার পশ্চিমবঙ্গে ঢোকার কথা। তবে বর্ষার এই অগ্রগতি অনেকটা জুন মাসের আবহাওয়ার পরিস্থিতির উপরে নির্ভরশীল। তাই কেরলে বর্ষা সময়ে ঢুকলেও পশ্চিমবঙ্গে সময়ে ঢুকবে এমন কথা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। কেরলে বর্ষা ঢোকার পরে কী পরিস্থিতি থাকে তার উপরে অনেক কিছু নির্ভর করছে।

বর্ষা নিয়ে এপ্রিল মাসে প্রথম পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সেখানে তারা জানিয়েছিল যে গোটা মরসুম মিলিয়ে গড় স্বাভাবিক বর্ষার ১০৬ শতাংশ বৃষ্টি হবে। তবে অঞ্চল ভেদে কোথায় কেমন বৃষ্টি হবে সে কথা এখনও বিস্তারিত ভাবে বলা হয়নি।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার অন্য একটি শাখা (যার সঙ্গে মূল ভূখণ্ডের বর্ষার যোগ সেই ভাবে নেই) ঢোকে। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে ওই দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE