মনে হচ্ছে, আপনার আবাসনের পুজোই এই বছরের সেরা? প্রতিমা, থিম থেকে পুজো, মণ্ডপসজ্জা, সব ক্ষেত্রেই নজর কাড়তে পারবে? তা হলে আর দেরি নয়। আজই অংশগ্রহণ করুন আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘আবাসনের সিংহাসন’ প্রতিযোগিতায় এবং জিতে নিন বিভিন্ন বিভাগে অনন্য সম্মান।