Ganesh Puja 2025 celebration

প্রতি বার নিজে ভোগ রাঁধলেও এ বার বাদ! গণেশের কাছে কী চাইলেন অঙ্কিতা?

কলকাতার বাড়িতে গণেশ পুজোর আয়োজন অঙ্কিতার। কী কী আয়োজন করলেন?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১১:৪৮

সিদ্ধিদাতার আরাধনায় গোটা দেশ মাতোয়ারা। এ দিন কলকাতার বাড়িতে গণপতিকে এনে তাঁর পুজো করলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। পরিবার, বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এই দিনটি হইহই করেই কাটালেন তিনি।

Advertisement

তবে অন্যান্য বার সমস্ত কাজ, আয়োজন নিজে করলেও এ বার সেটা হয়নি। এই প্রসঙ্গে এ দিন আনন্দবাজার ডট কমকে অঙ্কিতা বলেন, ''প্রত্যেক বছর আমিই সব করি, নিজের হাতে ভোগ রাঁধি। কিন্তু এ বার বাড়ির পুনর্নির্মাণের কাজ চলছে। তাই মা ভোগ রেঁধে দিয়েছে। আর বন্ধুরাই সমস্ত আয়োজন করেছে। আমি বাড়ি সাজানোর দিকে ছিলাম।''

এ বার বন্ধু এবং পরিবারের মাঝে থেকে গণেশ পুজোর আনন্দে মেতে ওঠার প্রসঙ্গে তিনি বলেন, ''অনেক দিন পর কলকাতায় পুজো করছি। আশেপাশে সবাই থাকলে স্বস্তি বোধ করি। কখন যে অনেক কাজ হয়ে যায় বুঝতেই পারি না।''

গণপতির আরাধনা হবে আর তাঁর কাছে মনের ইচ্ছে জানানো হবে না এ তো অসম্ভব! 'ইষ্টি কুটুম'-এর 'কমলিকা' কী চাইলেন? তাঁর কথায়, ''আমি চাই, সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক। আমি ঠাকুরের কাছে কিছু চাইতে পারি না। আমার মনে হয় ঠাকুর জানে আমার কী দরকার, দিয়ে দেবে ঠিক আমায়।''

গণেশের আরাধনা কী ভাবে শুরু হল অঙ্কিতার বাড়িতে, সেই গল্প বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ''বম্বেতে যখন একা থাকতাম তখন থেকেই পুজো শুরু করি। আমি যে খুব পুজোআচ্চা করি সেটা নয়। কিন্তু ওখানে থাকাকালীন পুজো করতাম। এই একটা দিন বন্ধুরা সবাই আসত, ভাল লাগত। সেই থেকেই শুরু আর কী! বন্ধুবান্ধবরা যারা আছে আমার তারাই অনেকটা সাহায্য করে দেয়।''

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Advertisement
আরও পড়ুন