Lottery Horoscope Prediction

বর্ষশেষে অর্থপ্রাপ্তি! ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে লটারি কেটে কাদের ভাগ্য বদলাবে? কারা ফিরবেন শূন্য হাতে?

কোন সময় আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে, কখন নেই, সেটা জানতে পারলেই লটারির টিকিট কাটা সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে লোকসানের আশঙ্কাও অনেকটা কমে যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:০৮
lottery winning

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারি জেতা না জেতা ভাগ্যের ব্যাপার। কোন সময় আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে, কখন নেই, সেটা জানতে পারলেই লটারির টিকিট কাটা সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে লোকসানের আশঙ্কাও অনেকটা কমে যায়। জ্যোতিষীর থেকে জেনে নিন ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ২১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে।

Advertisement

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে। মন চাইলে ভাগ্য যাচাই করে নিন।

বৃষ– সপ্তাহের প্রথম ভাগটা বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল। ভাগ্য যাচাই করে দেখতে পারেন।

মিথুন– ডিসেম্বরের চতুর্থ সপ্তাহের শেষ ভাগে মিথুন রাশির ব্যক্তিরা এক বার লটারি কেটে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

কর্কট– এই সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। যদিও বা লটারি কাটেন, সপ্তাহের একেবারে শেষে গিয়ে কাটতে পারেন।

সিংহ– লটারির দিকে সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

কন্যা– কন্যা রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

তুলা– গোটা সপ্তাহটাই তুলা রাশির জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।

বৃশ্চিক– ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে বৃশ্চিক রাশির ব্যক্তিদের খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোনো উচিত। বিশেষ আর্থিকযোগ নেই।

ধনু– এই সপ্তাহের যে কোনও সময়ে ধনু রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

মকর– মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক ভাবে ভাল। মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।

কুম্ভ– সপ্তাহের প্রথম দিকে কুম্ভ জাতক-জাতিকারা লটারি কেটে দেখতে পারেন। সপ্তাহের শেষের দিকে ভুলেও লটারি কাটতে যাবেন না।

মীন– লটারির দিকে মীন রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। ইচ্ছা হলে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Advertisement
আরও পড়ুন