—প্রতীকী ছবি।
ব্যস্ত জীবনে মাথা ঠান্ডা রেখে চলা সহজ বিষয় নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপ বাড়ে, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে বিরক্ত হওয়ার প্রবণতা। কিন্তু আজকাল সদ্য কুড়ির ঘরে পা দেওয়া ছেলেমেয়েদেরও অল্পেই বিরক্ত হতে বা ধৈর্য হারাতে দেখা যায়। বিজ্ঞজনেরা মনে করেন এর নেপথ্যে বেশ অনেকটা জায়গা জুড়েই মোবাইলের ভূমিকা রয়েছে। তবে শাস্ত্র জানাচ্ছে, রাশিও কিছু কম যায় না। রাশিচক্রের বেশ কিছু রাশি রয়েছে যাদের খারাপ গুণের মধ্যে একটি হল চট করে মাথা গরম হয়ে যাওয়া। এদের ধৈর্যের স্তর এতই পাতলা হয় যে কোনও কিছুতেই তর সয় না। পান থেকে চুন খসলেই এই সকল রাশির ব্যক্তিরা বিরক্ত বোধ করেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।
কোন রাশির ব্যক্তিরা অল্পেই বিরক্ত হয়ে যান?
১. মেষ: কোনও জায়গায় অনেক ক্ষণ অপেক্ষা করা থেকে শুরু করে এক কাজ বার বার করা, সব ক্ষেত্রেই ধৈর্য হারিয়ে ফেলেন মেষ রাশির ব্যক্তিরা। এঁরা অল্পেই মাথা গরম করে ফেলেন। নিজের রাগের উপর এঁদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। কোনও কাজ করতে বেশি সময় লাগলেও বিরক্ত হয়ে যান মেষ রাশির ব্যক্তিরা।
২. বৃষ: বৃষ রাশির ব্যক্তিরা অত্যন্ত জেদি হন। এঁরা নিজের ছন্দে জীবন কাটাতে পছন্দ করেন। ধরাবাঁধা রুটিনে এঁদের আবদ্ধ করা যায় না। কোনও তৃতীয় ব্যক্তির জন্য নিজের জীবনের ছন্দপতন হলে বৃষ রাশির জাতক-জাতিকাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই রাশির ব্যক্তিরা অপরের জন্য নিজের রোজনামচা ত্যাগ করতে স্বচ্ছন্দ নন। সেটি করতে হলে এঁরা বিরক্তি ধরে রাখতে পারেন না।
৩. মিথুন: সকলের সঙ্গে মিশতে ও কথা বলতে পছন্দ করেন মিথুন রাশির জাতক-জাতিকারা। কিন্তু শর্ত একটাই, অপরকেও তাঁর কথা শুনতে হবে। না হলেই বিরক্ত হয়ে যান মিথুন রাশির ব্যক্তিরা। এঁদের কথার মাঝে কেউ কথা বলে উঠুক তা এঁরা মোটেও সহ্য করতে পারেন না। তখন না চেয়েও বিরক্তি প্রকাশ করে ফেলেন এঁরা।
৪. কন্যা: নিখুঁত জিনিসের প্রতি কন্যা রাশির ব্যক্তিদের অগাধ টান রয়েছে। কোনও কিছু বা কোনও কাজ তাঁদের মনের মতো না হলে এঁরা বিরক্ত হয়ে যান। ক্ষোভ সামলাতে পারেন না। মনে যা চলে তা-ই উগড়ে দেন। সেই কারণে কাছের মানুষ এঁদের থেকে অনেক সময় দূরেও চলে যান। কিন্তু সে সবের পরেও কন্যা রাশির জাতক-জাতিকারা নিজেদের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেন না।
৫. বৃশ্চিক: শান্ত মাথার বৃশ্চিক রাশির ব্যক্তিরা সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। এঁরা যাঁদের কাছের মানুষ বলে গণ্য করেন, তাঁদের জন্য প্রাণপাত করতেও দু’বার ভাবেন না। কিন্তু মিথ্যা কথা ও অন্যায় এঁরা মোটেও সহ্য করতে পারেন না। তাঁদের সঙ্গে এই প্রকার কিছু করা হলে বিরক্তির পাত্র হতে হয়।