ঢাকের বাদ্যি থেমেছে। সিঁদুরে রঙিন হয়ে উঠল বলিউড তারকাদের দিন।
টেলিভিশন জগৎ থেকে এখন বাংলার ঘরে ঘরে পরিচিত দেবলীনা ভট্টাচার্য। অভিনেত্রীকে দশমীর দিনে দেখা গেল একে বারে চিরাচরিত বাঙালি বধূর সাজে। লাল-পাড় সাদা গরদ বা তাঁতের শাড়ি, আর গায়ে ঝলমলে সোনার গয়না। ভারী হার, কানে দুল, হাতে বালা, কপালে ছোট্ট টিপ আর সিঁদুরের উজ্জ্বলতা — যেন দশমহাবিদ্যার প্রতিচ্ছবি!
সেই সঙ্গে স্বামী এবং শিশু সন্তানের সঙ্গে সিঁদুর খেলার ছবিতে ফুটে উঠল এক পারিবারিক ছবি। স্বামীর কপালে আবির, সন্তানের লাল পোশাক — উৎসবের আনন্দ যেন ঠিকরে বেরোচ্ছে।
অন্য দিকে, রাজনীতির আঙিনায় পরিচিত মুখ, অভিনেত্রী স্মৃতি ইরানি-র বরণের ছবিও মন ছুঁয়ে গেছে ভক্তদের।
তাঁর পরনে ছিল লাল শাড়ি, হাতে শাঁখা-পলা। সাবেকি সোনার গয়না আর ভক্তিপূর্ণ নমস্কারের ভঙ্গিমা — পুজোর প্রতি তাঁর নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো।
দেবীর বরণের মুহূর্তে তাঁর সেই আন্তরিকতা নজর কেড়েছে অনেকের।
সদ্য বিবাহিত আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের ফিউশন দেখা গেল নেটপ্রভাবী-অভিনেত্রী প্রাজক্তা কলির সাজে। উজ্জ্বল বেগুনি শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজ়, পাশে ছিলেন তাঁর বর।
উভয়ের কপালে লাল আবির বা তিলক উৎসবের মেজাজে অনুরাগীদের শুবেচ্ছাবার্তা দিলেন নিজের সমাজমাধ্যমে। রঙিন পোশাকে আর প্রাণখোলা হাসিতে এই ছবি যেন বলছে, আনন্দই আসল রং।
পরিবারের সঙ্গে এক আন্তরিক মুহূর্ত ভাগ করে নিলেন সোহা আলি খান। মা শর্মিলা ঠাকুর এবং স্বামী কুণাল খেমুর সঙ্গে পুজোর আচারে অংশ নিলেন অভিনেত্রী। পাশে দাড়িয়ে ছিল তাঁদের একরত্তি মেয়েও।
গোলাপি-হলুদ রঙের সালোয়ার কামিজে সোহা, আর শর্মিলার হাতে পুজোর থালা। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।