মিমি চক্রবর্তীর বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হয়। মাত্র কিছু দিন আগেই উমা ফিরে গিয়েছেন। মন খারাপের রেশ জাঁকিয়ে বসতে না বসতেই কোজাগরী পূর্ণিমা এসে পড়ে। লক্ষ্মীর আরাধনায় এ দিন মেতে উঠলেন মিমি চক্রবর্তী।
নীল রঙের শাড়িতে সেজে পুজোয় বসেন তিনি।
মিমি নিজের হাতেই আরতি করেন।
পুজোর মাঝে পোষ্যদের আদর, যত্ন করতে ভোলেন না।
এমনকী তাদের সঙ্গে ছবিও তোলেন 'রক্তবীজ ২'-এর ‘সংযুক্তা’।
নানা ধরনের ফল, খাবার সাজিয়ে দেবীকে নৈবেদ্য দেন তিনি এ দিন।
অন্য দিকে অভিনেত্রী ঋত্বিকা সেনও তাঁর বাড়িতে ধনদেবীর আরাধনার আয়োজন করেছিলেন।
অভিনেত্রীকে এ দিন হলুদ রঙের একটি শাড়িতে দেখা গেল।
কিরণ মজুমদারকে এ দিন পুজোর পরই নাড়ু হাতে পোজ দিতে দেখা যায়।
প্রসাদের থালা হাতে লক্ষ্মী প্রতিমার সামনে লাল শাড়িতে দেখা মিলল তাঁর। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।