Kojagori Laxmi Puja 2025

উত্তম কুমারের বাড়ির পুজোয় চাঁদের হাট! দেবলীনা-গৌরবের বাড়িতে প্রসেনজিৎ, দিতিপ্রিয়া-সহ এলেন কারা?

উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মীপুজোয় যেন চাঁদের হাট বসেছিল।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৩৮
০১ ১১
উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মীপুজোয় যেন চাঁদের হাট বসেছিল। টলিপাড়ার একাধিক চেনা মুখকে দেখা গেল এ দিন।

উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মীপুজোয় যেন চাঁদের হাট বসেছিল। টলিপাড়ার একাধিক চেনা মুখকে দেখা গেল এ দিন।

০২ ১১
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোয়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোয়।

০৩ ১১
গৌরব-দেবলীনার বন্ধু, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও এসেছিলেন তাঁদের বাড়িতে।

গৌরব-দেবলীনার বন্ধু, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও এসেছিলেন তাঁদের বাড়িতে।

Advertisement
০৪ ১১
'মথুর' গৌরবের বাড়ির পুজোয় দেখা মিলল 'রানি মা'-র, অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের।

'মথুর' গৌরবের বাড়ির পুজোয় দেখা মিলল 'রানি মা'-র, অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের।

০৫ ১১
সোহম মজুমদারকে এ দিন সাদা পাঞ্জাবিতে দেখা গেল গৌরবদের বাড়ির পুজোয়।

সোহম মজুমদারকে এ দিন সাদা পাঞ্জাবিতে দেখা গেল গৌরবদের বাড়ির পুজোয়।

Advertisement
০৬ ১১
নীল রঙের টপ এবং সাদা স্কার্টে এদিন দেখা মিলল 'গাঁটছড়া'র 'খড়ি' অর্থাৎ শোলাঙ্কির।

নীল রঙের টপ এবং সাদা স্কার্টে এদিন দেখা মিলল 'গাঁটছড়া'র 'খড়ি' অর্থাৎ শোলাঙ্কির।

০৭ ১১
গৌরব দেবলীনার বাড়িতে দেখা গেল ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের আরেক অভিনেত্রী সম্পূর্ণাকে।

গৌরব দেবলীনার বাড়িতে দেখা গেল ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের আরেক অভিনেত্রী সম্পূর্ণাকে।

Advertisement
০৮ ১১
জ্যাসমিনও এ দিন এসেছিলেন উত্তম কুমারের বাড়ির পুজোয়।

জ্যাসমিনও এ দিন এসেছিলেন উত্তম কুমারের বাড়ির পুজোয়।

০৯ ১১
বাড়ির পুজোয় এ দিন গৌরবকে সাদা ধুতিতে দেখা যায়। অন্য দিকে দেবলীনা পড়েছিলেন সাদা বেগুনি পাড় শাড়ি। খোঁপায় এ দিন তাঁকে জুঁইয়ের মালাও লাগাতে দেখা যায়।

বাড়ির পুজোয় এ দিন গৌরবকে সাদা ধুতিতে দেখা যায়। অন্য দিকে দেবলীনা পড়েছিলেন সাদা বেগুনি পাড় শাড়ি। খোঁপায় এ দিন তাঁকে জুঁইয়ের মালাও লাগাতে দেখা যায়।

১০ ১১
উত্তম কুমারের আরেক নাতবউ, তথা অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এ দিন পরেছিলেন নীল রঙের একটি শাড়ি। সঙ্গে ছিল কন্ট্রাস্টের গোলাপি রঙের ব্লাউজ়। সোনালি গয়না, খোঁপায় ফুলের মালা দিয়ে সেজে উঠেছিলেন তিনি।

উত্তম কুমারের আরেক নাতবউ, তথা অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এ দিন পরেছিলেন নীল রঙের একটি শাড়ি। সঙ্গে ছিল কন্ট্রাস্টের গোলাপি রঙের ব্লাউজ়। সোনালি গয়না, খোঁপায় ফুলের মালা দিয়ে সেজে উঠেছিলেন তিনি।

১১ ১১
মহানায়কের বাড়ির পুজোর রাত্রিবেলায় আমন্ত্রিতদের জন্য ছিল লুচি, পটলের দোলমা, পায়েস, চাটনি, কাবলি চানা, ভেজিটেবল চপ, কোফতা, পোলাও, কাঁচা আম ফ্লেভারের জিলিপি, মিষ্টি ইত্যাদি। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)।  (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

মহানায়কের বাড়ির পুজোর রাত্রিবেলায় আমন্ত্রিতদের জন্য ছিল লুচি, পটলের দোলমা, পায়েস, চাটনি, কাবলি চানা, ভেজিটেবল চপ, কোফতা, পোলাও, কাঁচা আম ফ্লেভারের জিলিপি, মিষ্টি ইত্যাদি। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি