Eye makeup tips

পুজোয় ক্যাটরিনার মতো নজর কাড়তে চোখকে করে তুলুন আকর্ষণীয়! মাথায় থাক এই আই মেকআপ টিপ্‌স

পুজোর সময় চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে কী কী করণীয় জেনে নিন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৫:০৯
০১ ১০
চোখের এক আলাদা অভিব্যক্তি থাকে যা দেখে অনেক কিছু উপলব্ধি করা যায়। এই চোখ দুটোই বাড়িয়ে দেয় আমাদের ব্যক্তিত্ব বা সৌন্দর্য।

চোখের এক আলাদা অভিব্যক্তি থাকে যা দেখে অনেক কিছু উপলব্ধি করা যায়। এই চোখ দুটোই বাড়িয়ে দেয় আমাদের ব্যক্তিত্ব বা সৌন্দর্য।

০২ ১০
পুজোর সময় সেই চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে কী কী করণীয় জেনে নিন।

পুজোর সময় সেই চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে কী কী করণীয় জেনে নিন।

০৩ ১০
স্মোকি আই মেকআপ: একটি জনপ্রিয় মেকআপ লুক যা চোখের চারপাশে একটি গাঢ়, ধূসর বা কালো রঙের ছোঁয়া দিয়ে তৈরি করা হয়।

স্মোকি আই মেকআপ: একটি জনপ্রিয় মেকআপ লুক যা চোখের চারপাশে একটি গাঢ়, ধূসর বা কালো রঙের ছোঁয়া দিয়ে তৈরি করা হয়।

Advertisement
০৪ ১০
এই মেকআপ করলে আকর্ষণীয় দেখতে লাগে। সেই মায়া কাজলেই বরং এ বার পুজোয় মন কেড়ে নিন প্রিয়জনের।

এই মেকআপ করলে আকর্ষণীয় দেখতে লাগে। সেই মায়া কাজলেই বরং এ বার পুজোয় মন কেড়ে নিন প্রিয়জনের।

০৫ ১০
ক্যাট আই মেকআপ: টানা টানা চোখেই মজে মন? তবে আপনার চাই ক্যাট আই মেকআপ। এরও মূল মন্ত্র কিন্তু ব্লেন্ডিং। ক্রিজ় ডিফাইন, চোখের উপরে আইশ্যাডো লাগানোর পরে আপার ল্যাশ লাইন ঘেঁষে কাজল বা জেল লাইনার মোটা রেখা টেনে লাগিয়ে নিন।

ক্যাট আই মেকআপ: টানা টানা চোখেই মজে মন? তবে আপনার চাই ক্যাট আই মেকআপ। এরও মূল মন্ত্র কিন্তু ব্লেন্ডিং। ক্রিজ় ডিফাইন, চোখের উপরে আইশ্যাডো লাগানোর পরে আপার ল্যাশ লাইন ঘেঁষে কাজল বা জেল লাইনার মোটা রেখা টেনে লাগিয়ে নিন।

Advertisement
০৬ ১০
বাইরের কোণে এক টুকরা স্কচ টেপ লাগিয়ে নিতে পারেন। এতে শার্প লাইন এবং উইং পাওয়া যাবে। এ বার ছোট পেনসিল ব্রাশের সাহায্যে লাইনারটিকে স্মাজ করতে থাকুন। এ বার একই রঙের আইশ্যাডো নিয়ে কাজলের সঙ্গে মিশিয়ে দিন। আবার একই ভাবে কাজল বা জেল লাইনার লাগান। আইশ্যাডো লাগিয়েও মিশিয়ে দিন। এই প্রক্রিয়া ২-৩ বার করুন।

বাইরের কোণে এক টুকরা স্কচ টেপ লাগিয়ে নিতে পারেন। এতে শার্প লাইন এবং উইং পাওয়া যাবে। এ বার ছোট পেনসিল ব্রাশের সাহায্যে লাইনারটিকে স্মাজ করতে থাকুন। এ বার একই রঙের আইশ্যাডো নিয়ে কাজলের সঙ্গে মিশিয়ে দিন। আবার একই ভাবে কাজল বা জেল লাইনার লাগান। আইশ্যাডো লাগিয়েও মিশিয়ে দিন। এই প্রক্রিয়া ২-৩ বার করুন।

০৭ ১০
নিউট্রাল আই মেকআপ: চোখের এই সাজ রোজনামচার অঙ্গ।কলেজ-ইউনিভার্সিটি কিংবা অফিস, ছিমছাম মেকআপের সঙ্গী একেবারে সাধারণ এই চোখের সাজ।

নিউট্রাল আই মেকআপ: চোখের এই সাজ রোজনামচার অঙ্গ।কলেজ-ইউনিভার্সিটি কিংবা অফিস, ছিমছাম মেকআপের সঙ্গী একেবারে সাধারণ এই চোখের সাজ।

Advertisement
০৮ ১০
১-২টির বেশি আইশ্যাডোর প্রয়োজন হয় না। চটজলদি সেরে ফেলা এই টিপস এ আপনার চোখের নিজস্ব উজ্জ্বলতাই চোখ টানে।

১-২টির বেশি আইশ্যাডোর প্রয়োজন হয় না। চটজলদি সেরে ফেলা এই টিপস এ আপনার চোখের নিজস্ব উজ্জ্বলতাই চোখ টানে।

০৯ ১০
ন্যুড মেকআপ: হালকা এবং প্রাকৃতিক রঙের আইশ্যাডো ব্যবহার করে একটি সহজ এবং স্বাভাবিক লুক তৈরি করা হয়। খুব হালকা মেকআপে এবার পুজোয় নিজেকে অন্যরকমভাবে সাজিয়ে তুলুন।

ন্যুড মেকআপ: হালকা এবং প্রাকৃতিক রঙের আইশ্যাডো ব্যবহার করে একটি সহজ এবং স্বাভাবিক লুক তৈরি করা হয়। খুব হালকা মেকআপে এবার পুজোয় নিজেকে অন্যরকমভাবে সাজিয়ে তুলুন।

১০ ১০
তা হলে আর কি, এ বার পুজোয় সবার মন কাড়তে আপনার চোখকে সাজিয়ে তুলুন পছন্দের মেকআপে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

তা হলে আর কি, এ বার পুজোয় সবার মন কাড়তে আপনার চোখকে সাজিয়ে তুলুন পছন্দের মেকআপে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি